গত শনিবার মাঝরাতে রাজ্যের দুই ২৪ পরগনার ওপর আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় বুলবুল, যার ফলে বিশাল ক্ষতি হয়েছিল রাজ্যের। চাষাবাদ জমিতে নোনা জল ঢুকে পতিত জমিতে পরিনত হয়েছে, অনেক জমিতে জল জমা রয়েছে এই নিয়ে বিশাল ক্ষতি হয়েছে রাজ্যের। এবার ক্ষয়ক্ষতির হিসেব করছে রাজ্য। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের পর এলাকাগুলিকে পুর্নগঠন ও পুর্নবাসনের জন্য কেন্দ্র কতটা সাহায্য করবে তা নিয়ে সংশয়ে আছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক বৈঠকের পর তিনি বলেন, কেন্দ্র বলেছে তাদের প্রশাসনিক দল পাঠাবে, ক্ষতির হিসাব করবে। কিন্তু শেষ পর্যন্ত কি হবে তা দেখা যাক।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, রাজ্যে প্রায় ১৫ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। নয় জন মানুষের মৃত্যু হয়েছে। পাঁচ লক্ষ বাড়ি নষ্ট হয়েছে। সব মিলিয়ে ৬ লক্ষ মানুষ ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে। দুদিনের মধ্যে সম্পূর্ণ ক্ষতির পরিমান জানা যাবে, তা কেন্দ্রের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে খবর, শস্য বিমা নেই অথচ যাদের ক্ষতি হয়েছে তাদেরকেও ক্ষতিপূরন দেবে রাজ্য সরকার। বিদ্যুৎহীন এলাকায় কেরোসিন ও হ্যারিকেন দেওয়া হবে। যার জন্য কয়েক লক্ষ হ্যারিকেন লাগলেও বাজার থেকে ৩০০০০ এর বেশি হ্যারিকেন পাচ্ছে না রাজ্য এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।