Today Trending Newsনিউজরাজ্য

প্রতিবাদ আরও তীব্র করতে NRC র বিরুদ্ধে জোট বাঁধার চেষ্টা মুখ্যমন্ত্রীর

Advertisement

একজনের সুর থেকেই যে বাকিরা একই সুরে কথা বলছেন এন আর সি প্রসঙ্গে দিল্লির রামলীলা ময়দানের জনসভায় এই ধরনের মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীদের চিঠিতে আবেদন জানান এন আর সির বিরুদ্ধে একজোট হওয়ার জন্য। ইতিমধ্যেই মমতা বন্দোপাধ্যায় ছাড়াও অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীই তাদের রাজ্যে এনআরসি, সিএএ মানা হবে না বলে জানিয়েছেন। সোমবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীও একই কথা বললেন।

রবিবার দিল্লির রামলীলা ময়দানে হওয়া জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন একসময় সংসদে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের তাড়ানোর কথা বলতেন মমতা দিদি, এখন তার কি হয়েছে? এখন তিনি উল্টো পথে হাঁটছেন! তিনি বাংলার মানুষকে শত্রু না ভেবে বাংলার মানুষকে ভরসা করার পরামর্শ দান করেছেন মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন : ‘মোদীজি বাংলার পাশে দাঁড়িয়েছে, বাংলার মানুষ ‘প্রকৃতপক্ষে দেশভক্ত’, শ্যামবাজারে বললেন জেপি নাড্ডা

অবশ্য এই নিশানায় চুপ থাকেননি মুখ্যমন্ত্রী। তিনি এর পাল্টা উত্তর দিয়ে বলেন তিনি যা বলেছেন তা জনসমক্ষে, মানুষ বিচার করবে কে ঠিক আর কে ভুল। তিনি আরও বলেছেন এনআরসি প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধ মত পোষণ করে ভারতের মৌলিক ভাবনাকে বিভাজিত করছেন প্রধানমন্ত্রী। নিজের অবস্থান দৃঢ় রেখে বক্তব্য শেষে হ্যাশট্যাগ #I Reject CAA ও #  Reject NRC ব্যবহার করেছেন।

Related Articles

Back to top button