গত ২৯ অক্টোবর মঙ্গলবার কাশ্মীরের কুলগ্রামে ৫ জন বাংলার শ্রমিককে সন্ত্রাসবাদীরা নির্বিচারে হত্যা করলে গোটা রাজ্যে রীতিমত তোলপাড় শুরু হয়ে গেছিলো। নিজের প্রিয়জনকে হারিয়ে শোকে স্তব্ধ হয়েছিলো সাগরদিঘী। গতকাল মুর্শিদাবাদের প্রশাসনিক বৈঠকে গিয়ে কাশ্মীরে মৃত পরিবারগুলির সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল সাগরদিঘিতে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী বহালনগরের মৃত খামিরুদ্দিন শেখের বাড়িতে উপস্থিত হোন। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন বাকি চার শ্রমিকের পরিবার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকাশ্মীরের ঘটনার পর তৃণমূল কংগ্রেসের নেতারা এবং রাজ্য মন্ত্রী ফিরহাদ হাকিম নিহতের পরিবার এর সাথে দেখা করেছিলেন। তাদের পর এই প্রথমবার মুখ্যমন্ত্রী মৃতের পরিবারের সাথে দেখা করলেন।
ইতিমধ্যে মৃতের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী।