স্টাফ রিপোর্টার: তার দেওয়া কথা মতো কাজ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউনের ফলে রাজস্থানের কোটায় আটকে গিয়েছিল এরাজ্যের কয়েক হাজার পড়ুয়া। তাদের বিশেষ উদ্যোগে রাজ্যে ফেরানো হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথা মতো আজ কোটা থেকে ৩০০০ ছাত্রছাত্রী নিয়ে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিল ১০১ টি বাস। এই ১০১ টি বাস রাজ্যের তিনটি জোনে থামবে। কলকাতা, আসানসোল এবং শিলিগুড়ি। ছাত্রছাত্রীদের যার বাড়ি যে জোন থেকে কাছে হবে সেই জোনের বাসে উঠতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। কোটা থেকে ওঠার সময় এবং রাজ্যে নামার পর, দুবারই তাদের থার্মাল স্ক্রিনিং সহ স্বাস্থ্য পরীক্ষা হবে।
দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিক এবং ছাত্রছাত্রীদের ফেরানোর ব্যাপারে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই বিষয়ে তিনি টুইট করে জানান, “আমি যতদিন বাংলায় আছি কেউ নিজেকে অসহায় মনে করবেন না। আমি আপনাদের ফেরাতে সবরকম ব্যবস্থা করবো। বর্তমানে এই কঠিন সময়ে আমি আপনাদের পাশে আছি।” সোমবারই নবান্নে তিনি ঘোষণা করেন, বাইরে গিয়ে যারা আটকে পড়েছে সবাইকেই আমরা ফেরাবো। সেই ফেরানোর প্রক্রিয়াটি কোটার ছাত্রছাত্রীদের দিয়ে শুরু করলেন মুখ্যমন্ত্রী।
ছাত্রছাত্রীদের ফেরানোর ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “ওদের কোটা থেকে ফিরিয়ে আনা হবে। তিন দিন সময় লাগবে, ১৭০০ কিমি আসবে। যারা আসবে তাদের পরীক্ষা করে স্ক্রিনিং করে আনা হবে। কেন্দ্রকে আমরা এই বিষয়ে সাহায্য করতে বলেছি।” আজ মুখ্যমন্ত্রী বলেন, “ছোট ছোট ছেলেমেয়েগুলোকে ফিরিয়ে আনা হবে। ওদের ফেরার সব দায়িত্ব আমরা নিয়েছি। পিবি সেলিমকে দায়িত্ব দেওয়া হয়েছে এ বিষয়ে।” মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে ছাত্রছাত্রীরা যে খুবই খুশি সেকথা বলাই বাহুল্য। এখন পরিযায়ী শ্রমিকদের কবে ফেরানো হয় সেটাই দেখার বিষয়।