বৃহত্তর আন্দোলনে নামার পরিকল্পনা মুখ্যমন্ত্রীর, আজও মমতার মিছিল
রাস্তায় নেমে রাজনীতি করাটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের জায়গা। সে জাতীয় সড়ক আটকে সিঙ্গুর আন্দোলন হোক বা চিট ফান্ড কেলেঙ্কারিতে কলকাতার শীর্ষ পুলিশ কর্তা রাজীব কুমারের বাড়িতে সিবিআইয়ের হানা দেওয়ার প্রতিবাদ, সবেতেই রাস্তায় নেমে প্রতিবাদ জানাতেই বেশি পছন্দ মুখ্যমন্ত্রীর।
এবারও তার ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যে এনআরসি ও সিএএ-এর প্রতিবাদে উত্তর ও দক্ষিণ কলকাতায় দুটি গুরুত্বপূর্ণ মিছিলে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে এনআরসি ও সিএএ লাগু করতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে তা করতে হবে।’ একইসঙ্গে ভবিষ্যতে আরও তীব্রতর এনআরসি বিরোধী আন্দোলনে নামার বার্তা দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : যত খুশি বিরোধিতা করুন, পিছু হাটবে না মোদী সরকার
বেশ কিছু উদ্দেশ্য নিয়ে এই দুটি মিছিলে রাস্তায় হাঁটেন তিনি। একদিকে, সংখ্যালঘু ভোটকে একত্রিত করে নিজেদের ভোটব্যাংকে ফিরিয়ে আনা, অন্যদিকে সিএএ নিয়ে শিক্ষিত ও উদার মানসিকতা সম্পন্ন বাঙালীদের সমর্থন আদায় – এই দুই মূল উদ্দেশ্যকে সামনে রেখেই বৃহত্তর আন্দোলনে নামার পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।