দেশনিউজ

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তীব্র বাদানুবাদ লোকসভায়

Advertisement

লোকসভায় সাংসদদের ভোটাভুটিতে সংখ্যাধিক্যের জেরে পেশ হল নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯ বা ক্যাব। তবে নাগরিকত্ব সংশোধনী বিলকে কেন্দ্র করে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল সংসদের নিম্নকক্ষ। এই বিলের পক্ষে বিপক্ষে জোরদার লড়াইয়ে সমানে সমানে টক্কর দিল শাসক বিরোধী দুই শিবির। শাসক শিবিরের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলতে উঠলে বিরোধী আসন থেকে হট্টগোল শুরু করেন সাংসদরা। ফলে শাসক বিরোধী তরজায় উত্তাল হয়ে ওঠে লোকসভা।

বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই বিল সংবিধানের পরিপন্থী। অন্যদিকে শাসক শিবিরের দাবি, এই বিল দেশকে শক্তিশালী করে তুলতে সাহায্য করবে। বিরোধীদের দাবি, এই বিল মুসলিম বিরোধী। ভারতের সংবিধানের হিন্দু মুসলিম ঐক্য বিরোধী। পাল্টা জবাব দিয়ে শাসক শিবিরের দাবি, এই বিল ব্যাপকতর ভাবে কাজ করবে।

কার্যত তীব্র বাদানুবাদের মাধ্যমে আলোচনা চলে এই বিলের বিষয়ে। এই বিল নিয়ে বিজেপির পাশে দাঁড়িয়েছে জেডিইউ ও এলজেপি অন্যদিকে বিলের তীব্র বিরোধিতা করে টিআরএস। তৃণমূল ও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও এই বিলের তীব্র বিরোধিতা করা হয়।

Related Articles

Back to top button