রাজ্যে অনবরত ঘূর্ণিঝড়ের ফলে শীত বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। কিন্তু এবার কুয়াশাময় আকাশে, পাতার ওপর শিশির সরতেই সূর্যের ঝলমলে রোদ, অর্থাৎ রাজ্যে শীতের আগমন ঘটতে চলেছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ডিসেম্বরের প্রথম সপ্তাহ অর্থাৎ সোম, মঙ্গলভার থেকেই রাজ্যে শীত আসতে চলেছে।আবহাওয়া সুত্রে খবর, পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার ফলে শীত আটকে ছিল। এই ঝঞ্জা কেটে গেলেই রাজ্যে বাড়বে শীতের দাপট।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে রাজ্যে বইবে উত্তরা হাওয়া। যার জেরে তাপমাত্রা ২-৩ ডিগ্রী পর্যন্ত কমবে। এছাড়াও কলকাতা সহ পুরো রাজ্য বিক্ষিপ্ত কুয়াশাপূর্ন আকাশ পরিলক্ষিত হবে।