Today Trending Newsদেশনিউজ

আগামী চার মাসের মধ্যেই রামমন্দির নির্মাণ শুরু হবে অযোধ্যায়, জানালেন অমিত শাহ

Advertisement

বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন জানিয়েছেন আগামী চার মাসের মধ্যেই অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হবে। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে এসে আজ একথা বলেন তিনি। অমিত শাহ এদিন বলেন, ‘রাম জন্মভূমিতে রামমন্দির নির্মাণ প্রতিটি ভারতবাসীর দাবি ছিল। সুপ্রীম কোর্টের রায়ের পর সেই দাবি মিটতে চলেছে। আগামী ৪ মাসের মধ্যে সমস্ত বাধা কাটিয়ে অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার কাজ শুরু হবে।’

এর আগে কংগ্রেসের রাহুল গান্ধী এবং জেএমএম-এর হেমন্ত সোরেন বিজেপি নেতাদের তীব্র সমালোচনা করে বলেন, ‘রাম মন্দির ও কাশ্মীরের মতো জাতীয় ইস্যুতে ঝাড়খণ্ডের মানুষের কোনও আগ্রহ নেই। অমিত শাহ সেই প্রসঙ্গ টেনে এদিন বলেন, ‘ঝাড়খণ্ডের লোকেরা জাতীয় ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করবে না কেনো? ঝাড়খণ্ডের মানুষও একটি শক্তিশালী ভারত চায়। তাই জাতীয় ইস্যুতে কথা বলার অধিকার তাদেরও আছে।’

আরও পড়ুন : নতুন আইনের বিরুদ্ধে হিংস্র প্রতিবাদে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর

অমিত শাহের বক্তব্যের প্রতিক্রিয়ায় ঝাড়খণ্ড রাজ্য কংগ্রেসের মুখপাত্র অলোক দুবে বলেন, ‘বিজেপি নেতারা বেকারত্ব, অর্থনীতি, দুর্নীতি, আইনশৃঙ্খলা রক্ষার মতো মূল বিষয় থেকে নিজেকে সর্বদা দূরে রাখেন। তারা রাম মন্দির, ৩৭০ অনুচ্ছেদ, ট্রিপল-তালাক, নাগরিকত্ব আইন নিয়েই ব্যস্ত। কিন্তু আইনের অবনতি, মহিলাদের বিরুদ্ধে অপরাধ, কৃষকের আত্মহত্যার মতো স্থানীয় বিষয়ে কথা বলযে ভয় পায়।

Related Articles

Back to top button