করোনার দাপট চলবে জুন মাস পর্যন্ত, মৃত্যু হতে পারে ৮১ হাজার, আশঙ্কা প্রকাশ রিপোর্টে
আমেরিকা : গোটা বিশ্বে করোনা আতঙ্কে সবচেয়ে বিপর্যস্ত অবস্থা বর্তমানে আমেরিকায়। জন হপকিনইস ইউনিভার্সিটির দেওয়া রিপোর্টের আশঙ্কা বাস্তবে সত্যি হচ্ছে আমেরিকায়৷ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র পরিনত হয়েছে করোনা ভাইরাসের এপিসেন্টারে। আমেরিকায় প্রায় ৮২,৪০৪ জন মানুষ আক্রান্ত হয়েছেন, বৃহস্পতিবার রাতের রিপোর্ট অনুয়ায়ী।
ওয়াশিংটন স্কুল অফ মেডিসিন ইউনিভার্সিটির রিপোর্টে বলা হয়েছে করোনা ভাইরাস জুন মাস পর্যন্ত থাকবে আমেরিকায়। যার গ্রাসে মৃত্যু হতে পারে প্রায় ৮১ হাজার মানুষের।এখনো পর্যন্ত করোনার থাবায় আক্রান্ত দেশের মধ্যে প্রথমে আছে আমেরিকা, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ জুড়ে পরিস্থিতি একই থাকবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। শুধু এপ্রিলই নয় তার পরেও বজায় থাকবে এই মারণ ভাইরাসের তীব্রতা, জুলাইয়ের শেষেও করোনার দাপিয়ে বেড়াবে, মৃত্যুমুখী হবে বহু মানুষ, মৃত্যুপুরীর আকার নেবে আমেরিকা।
কিন্তু কত হতে পারে মৃত্যুসংখ্যা, তাও জানানো হয়েছে, স্কুল অফ মেডিসিন ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা এই ভাইরাসের আক্রমণে মৃত্যু হতে পারে ৩৮ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১ লক্ষ ৬২ হাজার মানুষের।বিভিন্ন হাসপাতাল এবং সরকারের থেকে ও অন্যান্য উৎস থেকে তথ্য নিয়ে এই বিশ্লেষণে পৌঁছেছেন। এর আগে চিন ও ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি ছিল। বৃহস্পতিবার মধ্যরাতে সেইসব দেশকে অতিক্রম করে করোনা আক্রান্তের সংখ্যায় প্রথমে থাকে আমেরিকা।