বর্তমান যুগে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবার সুবিধা রয়েছে। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অগ্রগতির সাথে পাল্লা দিয়ে চলতে গেলে প্রত্যেককেই এই মোবাইল ফোন ব্যবহার করতে হয়। কর্মব্যস্ত জীবনের মাঝে টিভি বা রেডিওতে সময় অতিবাহিত করা, প্রায় দেখা যায় না বললেই চলে। পকেট থেকে স্মার্টফোন বার করে মাত্র এক ক্লিকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিচরণ করতে পছন্দ করেন সকলেই।
এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি পোষ্ট হয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে চোখের পলকে বিশ্বের যেকোন প্রান্তে একটি ভিডিও ছড়িয়ে পড়তে পারে। তাই তো অনেকেই নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া দরবারে পোস্ট করে থাকেন। এখনকার নতুন ট্রেন্ড শর্ট ভিডিও বানানো। মাত্র ৩০ সেকেন্ডের ভিডিওতে নিজের প্রতিভা যেমন নাচ, গান বা অভিনয় করে সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে এসেছেন অনেকেই। সম্প্রতি এমনই এক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা নিয়ে আজকের এই প্রতিবেদন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভারতে কোন বিয়ের অনুষ্ঠান হবে আর সেখানে নাচ বা গান হবে না এরকমটা কিন্তু হতেই পারে না। আট থেকে আশি সকলেই এই ধরণের অনুষ্ঠানে কিন্তু কোমর দোলানো থেকে বিরত থাকেন না। সোশ্যাল মিডিয়াতেও দারুণভাবে জনপ্রিয় হয় এই সমস্ত অনুষ্ঠানের ভিডিও। সম্প্রতি সেরকমই একটি ভিডিও নতুন করে জনপ্রিয়তা পেয়েছে নেট মাধ্যমে যেখানে আমরা দেখতে পাচ্ছি, দেওর ও বৌদি দারুণভাবে নাচ করছেন। প্রথমে দেওর নাচ করতে দেখা গেলেও, পরে বৌদি তাকে জয়েন করলেন।