কৌশিক পোল্ল্যে: লকডাউন ভাঙায় এক যুবককে থানায় এনে অভিনব শাস্তির বিধান দিল পুলিশকর্মীরা। গোটা দেশে তৃতীয় দফার লকডাউনের সময়সীমা আরও দু সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে ফলে যে লকডাউন ৩রা মে অবধি চলার কথা ছিল তার সময়সীমা বেড়ে দাঁড়াল ১৭ই মে অবধি। দেশের বর্তমান পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে কেন্দ্র, যদিও রাজ্যে লকডাউনের সময়সীমা ২১ শে মে অবধি চলবে এমনই পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের তরফে।
এরই মাঝে বহু নাগরিক মানছেন না লকডাউন, এখনও সচেতন না হয়ে হোম কোয়ারেন্টাইনের পরিবর্তে রাস্তায় খোলামেলা ঘুরে বেড়াচ্ছেন মাস্ক ছাড়াই। জনবহুল এলাকায় সোশ্যাল ডিস্টেন্সিংয়ের বালাই নেই। প্রশাসনের কড়া নজর এড়িয়ে চলছে দেদার বাজার ও জমিয়ে আড্ডা দেওয়া। যদিও সরকারি তরফে বারংবার জানিয়ে দেওয়া হয়েছে সামাজিক দূরত্ব না মেনে চললে করোনা ভাইরাস মহামারীর রূপ নেবে ভারতবর্ষে।
যারা লকডাউন মানছেন না তাদের জন্য নানান শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ, সে চিত্রও উঠে এসেছে নানা প্রান্ত থেকে। কোথায় বেধড়ক লাঠির প্রহার বা কোথাও বা কান ধরে ওঠবোস, কোথায় ফ্রগ জাম্প বা মুরগী হওয়া এই সমস্ত কীর্তিকলাপগুলি আমাদের অজানা নয়। কিন্তু জানেন কি, লকডাউন ভাঙলে শাস্তিটা একটু অন্যরকম ভাবেও দেওয়া যেতে পারে! এবার ভাইরাল হল সেরকমই এক ভিডিও যা দেখে রীতিমতো হেসে গড়াগড়ি নেটিজেনরা, আবার অবাকও হয়েছেন অনেকে।
ফেসবুক মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে একটি যুবকের তুমুল নাচ দেখতে পাওয়া গেল। ভোজপুরি হিট গান ‘পল পল ইয়াদ কারি’ গানে থানাতেই সমস্ত পুলিশকর্মীদের সামনে দুর্দান্ত নাচলেন এই যুবক। তার মনমাতানো নাচে তাজ্জব বনে গিয়েছেন সকলে। পুলিশকর্মীদের নাচ দেখিয়ে মন জয় করার পর অবশেষে তার আর অন্য কোনো শাস্তি হয়েছিল কিনা তা আমাদের জানা নেই।তবে আপনার জন্য নীচের পোস্টে সাজানো রইল সেই সুন্দর, মনমাতানো নাচের ভিডিওটি।