আধার কার্ড ভারতের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্ড। এটি যেমন একটি পরিচয় পত্র হিসাবে কাজ করে, তেমনি একটি জরুরী নাগরিকত্বের প্রমাণও এই আধার কার্ড। এই কার্ড জারি করে থাকে UIDAI। এই কার্ড ভারতের প্রত্যেক মানুষের কাছে থাকা একেবারে বাধ্যতামূলক। এই কার্ডের সাথে সাথেই আপনার কাছে আরো একটি কার্ড থাকতে হবে এবং সেটা হলো প্যান কার্ড। এই কার্ডটি সবজায়গায় আর্থিক লেনদেন করতে কাজে লাগে। এই কার্ডের মাধ্যমে আপনি যেকোনো ব্যাংকে একটি একাউন্ট করতে পারেন। আপনার কাছে যদি কোনো প্যান কার্ড না থাকে, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আপনার সমস্যা হতে পারে। সরকার একটা দীর্ঘ সময় ধরে এই দুটি কার্ড যুক্ত করার জন্য নির্দেশ দিয়েছিল। আপনাদের জানিয়ে রাখি, এই সময় এখন শেষ। আর আপনি এই দুটি কার্ড লিঙ্ক করতে পারবেন না। অর্থাৎ, এবার আপনাকে এই কার্ড নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। আর এর ফলে একটি বা দুটি নয়, আপনার ১৫টি কাজ আটকে যাবে। চলুন এর ব্যাপারে ভালোভাবে জেনে নেওয়া যাক। বিনিয়োগ, ঋণ এবং ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কিত অনেক কিছুই প্যান কার্ড ছাড়া করা যাবে না।
এখন যা কাজ করবে না
১. FD এবং সাধারণ সেভিংস অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না আপনি।
২. কোনো ডিপোজিটরি বা সিকিউরিটিজে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবে না।
৩. হোটেল বা রেস্তোরাঁয় একবারে ৫০ হাজার টাকার বেশি বিল দিতে পারবেন না।
৪. বিদেশ ভ্রমণের সময় এমনকি বৈদেশিক মুদ্রায় ৫০ হাজার টাকার বেশি দিতে পারবেন না।
৫. এখন আপনি ক্রেডিট এবং ডেবিট কার্ডের জন্যও আবেদন করতে পারবেন না।
৬. একটি আর্থিক বছরে নগদ, ব্যাঙ্ক ড্রাফ্ট বা পে-অর্ডারের জন্য ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগ করতে পারবেন না।
৭. ব্যাঙ্ক FD-এর জন্য, একবারে ৫০ হাজারের বেশি বা বছরে ৫ লক্ষ টাকার বেশি কোনও বিনিয়োগ ব্যাঙ্ক, NBFC, কো-অপারেটিভ ব্যাঙ্ক ইত্যাদি থেকে করা যাবে না।
৮. তালিকাভুক্ত কোম্পানির শেয়ার কেনা বা বিক্রির জন্য ১ লাখ টাকার বেশি লেনদেন করতে পারবেন না।
৯. কোনো ধরনের সিকিউরিটিজ বিক্রির জন্য ১ লাখ টাকার বেশি লেনদেন করা সম্ভব হবে না।
১০. ড্রাফ্ট, পে-অর্ডার বা চেকের জন্যও ব্যাঙ্ক একদিনে ৫০ হাজার টাকার বেশি নগদ অর্থ প্রদান করতে পারবে না।
১১. ৫০ হাজার টাকার বেশি লেনদেন করে কোনো কোম্পানির বন্ড বা ডিবেঞ্চার কিনতে পারবেন না।
১২. আপনি যদি মিউচুয়াল ফান্ডের একটি ইউনিট কিনতে চান তবে ৫০ হাজার টাকার বেশি লেনদেন হবে না।
১৩. ৫০ হাজার টাকার বেশি লেনদেন এমনকি জীবন বীমা প্রিমিয়াম আকারেও করতে পারবেন না।
১৪. কোনো ব্যাঙ্কিং কোম্পানি বা কো-অপারেটিভ ব্যাঙ্কে দিনে ৫০ হাজার টাকার বেশি জমা করতে পারবেন না।
১৫. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বন্ডও ৫০ হাজার টাকার বেশি কেনা যাবে না।