দেশনিউজ

বাড়ছে মৃতের সংখ্যা, বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৩০ হাজার

Advertisement

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে। সাথে বাড়ছে মৃতের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল প্রত্যেকটি আক্রান্ত দেশ। গোটা বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা পেরিয়েছে ৩০ হাজার। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। যেখানে আক্রান্তের সংখ্যা ৯২ হাজার জন, মারা গেছে ৩০ হাজার। মৃত্যুমিছিল কোনোভাবেই থামাতে পারছেনা ইতালি। পরিস্থিতি ক্রমাগত নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে।

ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা হুহু করে বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৪ হাজারে। মারা গেছে ২ হাজার জন। শুধু তাই নয় আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

ভারতেও ধীরে ধীরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় আরও ১৭৯ জনের শরীরে পাওয়া গেছে ভাইরাস। বর্তমানে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১০২৪। ইতিমধ্যেই মারা গেছেন ২৪ জন। তবে পরিস্থিতি মোকাবিলায় সবরকম চেষ্টা চালানো হচ্ছে। সংক্রমণ কমাতে ২১ দিন লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

Related Articles

Back to top button