বাস ট্রামের পর এবার চালু হতে পারে লোকাল ট্রেন। লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত রাজ্য সরকারের উপরেই ছাড়লো রেল। রেলের তরফে জানানো হয়েছে, কোনো রাজ্য লোকাল ট্রেন এবং মেট্রো চালাতে চাইলে রেলের কাছে অনুমতি চাইতে পারে। রেলের তরফে পরিস্থিতি খতিয়ে দেখে অনুমতি দেওয়া হবে। আনলক-১ এ খুলে গিয়েছে সমস্ত সরকারি, বেসরকারি অফিস, কলকারখানা, শপিংমল সহ প্রায় সমস্ত কিছুই। কিন্তু লোকাল ট্রেন, মেট্রো না চলার ফলে গন্তব্যে পৌঁছতে সাধারণ যাত্রীদের প্রবল সমস্যার মুখে পড়তে হয়েছে। অফিস টাইমে বাস, মিনিবাসের দেখা পাওয়া গেলেও তার পরিমাণ যথেষ্ট কম।
এরই মধ্যে লোকাল ট্রেন চালানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। কিন্তু সংক্রমণের আশঙ্কায় রেলের তরফে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার রেলের তরফেই রাজ্যের উপর সিদ্ধান্তের ভার চাপানো হলো। এরই মধ্যে কি করে লোকাল ট্রেন চালানো যায় সেই বিষয়ে সার্ভে চালালো পূর্ব রেলের হাওড়া ডিভিশন। আনলক-১ এর পর থেকেই পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টায় কেন্দ্র এবং রাজ্য। কিভাবে সংক্রমণ এড়িয়ে ট্রেন চালানো যায় সেই সমস্ত বিষয় দেখা হয় হাওড়া ডিভিশনের করা এই সার্ভেতে।
সার্ভেতে দেখা হয়, ট্রেন চলাচল শুরু হলে কিভাবে সামাজিক দূরত্ব মেনে চলা যায়, স্টেশনের প্রবেশপথে চেকিংয়ের ব্যবস্থা করা, থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা সমস্ত বিষয়ই দেখা হয় সার্ভেতে। যদিও হাওড়া ডিভিশনের ডিআরএম বলেছেন, রেলের তরফে এখনো কোনো নির্দেশ আসেনি। তবে লোকাল ট্রেন চালানোর নির্দেশ দিল সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আমরা তা চালাতে পারবো।