মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের মাঝেই উত্তপ্ত হয়েছে দিল্লি। সিএএ বিরোধী ও সিএএ সমর্থকদের সংঘর্ষে আগুন জ্বলেছে রাজধানীর রাজপথে, চলেছে গুলিও। একজন পুলিশ কর্মী সহ মৃতের সংখ্যা ৭ বলে জানা গেছে। সরকার পক্ষের দাবি, ট্রাম্পের সফর থেকে নজর ঘোরাতেই দিল্লিতে পরিকল্পিত ভাবে দাঙ্গা ছড়াচ্ছে বিরোধীরা। অন্যদিকে, বিরোধীদের দাবি, বিজেপি ও আরএসএস-এর নেতৃত্বে বিশৃঙ্খলা ছড়াচ্ছে দিল্লিতে।
পাল্টা দোষারোপের এই আবহেই মুখ খুললেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। দিল্লির এই সংঘর্ষ নিয়ে মুখ খুলে ট্রাম্প জানান, ‘দিল্লির সংঘর্ষের বিষয়ে শুনেছি। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়।’ তবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে নাগরিকত্ব আইন নিয়ে কোন কথা হয়নি বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : উত্তপ্ত রাজধানী, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়ন ৩৫ কোম্পানি আধাসেনা, এক হাজার পুলিশকর্মী
একইসঙ্গে এদিন কাশ্মীর প্রসঙ্গেও মুখ খোলেন ট্রাম্প। বলেন, ‘ভারত ও পাকিস্তানের মাঝে কাঁটা হয়ে রয়েছে কাশ্মীর। সন্ত্রাসবাদ দমনে নরেন্দ্র মোদী যেভাবে কাজ কাজ করছেন তাতে বোঝা যায় কঠোর ভাবে কাশ্মীর সমস্যার সমাধান করবেন তিনি।’ তবে ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যার সমাধানে সর্বদা প্রস্তুত তিনি, জানিয়েছেন ট্রাম্প। ‘ভারত ও পাকিস্তান দুজনেই আমার ভালো বন্ধু। দুই দেশ চাইলে আমি কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছি।’ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি।