আমেরিকায় ভয়ানক পরিস্থিতি, আক্রান্ত হতে পারে ১০ লক্ষ মানুষ
করোনা ভাইরাসে মৃত্যুপুরীতে পরিনত হয়েছে আমেরিকা, রবিবার রাত পর্যন্ত আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩৫,৮৯৯ জন। যার মধ্যে নিউ ইয়র্কে আক্রান্তের সংখ্যা প্রায় ৬০,০০০ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪,৩৭৮ জন। দ্রুত হারে বাড়ছে আক্রান্ত থেকে মৃত্যুর সংখ্যা। মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যু সংখ্যা বেড়ে দু লক্ষ ছাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডাক্তার অ্যান্টনি ফউসি রবিবার তাঁর আশঙ্কার কথা ব্যক্ত করতে গিয়ে বলেছেন ১০ লক্ষ অতিক্রম করতে পারে আক্রান্তের সংখ্যা। ডাক্তার অ্যান্টনি ফউসি যিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-এর ডিরেক্টর তিনি রবিবার সংবাদসংস্থা সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন আমেরিকায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ থেকে ২ লক্ষ হবে। ভয়াবহ এই পরিস্থিতিতে চিকিৎসা সরঞ্জাম যাতে পর্যাপ্ত পরিমাণে শহরগুলিতে দেওয়া হয় সেই আবেদনও রেখেছেন তিনি।
১৯১৮-১৯ সালে ফ্লু মহামারী আমেরিকায় ৬৭৫,০০০ মানুষ প্রাণ হারিয়েছিল বলে জানা যায়। মার্কিন সেন্টার ফর ডিজিজেস কনট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর (সিডিসি) দেওয়া পরিসংখ্যানে উঠে আসে এই তথ্য। গত ২০১০ সাল থেকে প্রত্যেক বছর আমেরিকায় ফ্লুতে মারা গেছে ১২ হাজার থেকে ৬১ হাজার মানুষ।
নিউইয়র্কে মৃত্যুসংখ্যা ৯৬৫, প্রতি ছ’মিনিটে গড়ে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। যার জেরে এই পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৫। ২৩৭ জন মারা গেছেন গত ২৪ ঘণ্টার ব্যবধানে। তবে স্থানীয় গভর্নর জানিয়েছেন পূর্বের তুলনায় কমেছে আক্রান্তের হার। মার্কিন যুক্তরাষ্ট্রে ১২ এপ্রিল পর্যন্ত লকডাউন,যদিও নিউ ইয়র্ক ও আরও কয়েকটি স্থানে লকডাউনের মেয়াদ আরও বেশি। তবে মনে করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২ এপ্রিল ইস্টার সানডে তে লকডাউন প্রত্যাহারের কথা ঘোষণা করতে পারেন।