জীবনযাপনস্বাস্থ্য ও ফিটনেস

রোগ নিরাময় করবে ফল! জেনে নিন কোন ফল কোন রোগের জন্য উপকারী

Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : প্রকৃতির কাছে সবকিছুই হার মেনে যায়। এই প্রকৃতির মধ্যে যেমন নানা মারাত্মক রোগ রয়েছে তেমনি রয়েছে সেই রোগের ওষুধও। শরীরে নানা রোগের সমস্যা থেকে মুক্তি দিতে প্রকৃতি আমাদের কাছে নিয়ে আসে নানা ফল ও শাক সবজির ভাণ্ডার। জেনে রাখুন কোন কোন সমস্যায় কোন কোন ফলের রস থেকে উপকার পাওয়া যাবে-

* কোষ্ঠকাঠিন্য:- কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন অনেক মানুষই। সকালে উঠে পেট পরিষ্কার না হলে কোনো কাজে মন বসে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে রোজ গাজর, আপেল এবং বাঁধাকপির রস খেতে হবে।

* স্মৃতিশক্তি:– আমাদের বয়সের সাথে সাথে স্মৃতিশক্তিও হ্রাস পায়। এই স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আমাদের রোজ বেদানা, বিট ও আনারস খেলে উপকার পাওয়া যাবে।

* নার্ভাসনেস:- কোনো কাজের আগে নার্ভাস হয়ে যাওয়া, অনেক মানুষই এই সমস্যায় ভোগেন। এই সমস্যা দূর করতে পারে বেদানার রস, গাজরের রস ইত্যাদি।

* ঠান্ডা লাগা:- ঠাণ্ডা লাগা, সর্দি-কাশির সমস্যায় অনেকেই ভোগেন। এই সমস্যা বেশি হয় মৌসুম বদল এর সময়। তাদের নিয়মিত গাজর, আদা, আনারস ও রসুনের রস খেলে উপকার পাওয়া যাবে।

*স্ট্রেস :- স্ট্রেস থেকে মুক্তি দিতে পারে কলা, নাশপাতি ও স্ট্রবেরির রস।

Related Articles

Back to top button