শ্রেয়া চ্যাটার্জী : পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরের উদবাদাল খালে ঢুকে পড়েছিল ডলফিন। সমুদ্রের নোনা জলে থাকতে সে অভ্যস্ত, ঢুকে পড়েছে মিষ্টি জলে। এটি তার বাসস্থান এর উপযুক্ত জায়গা নয়।
শনিবার সকাল বেলা ডলফিনটির দেহ ভাসতে দেখা যায় এইখালে। অন্য পরিবেশে হয়তো মানে নিয়ে থাকতে পারছিল না ডলফিনটি। পরিষ্কার লবণাক্ত জলে খেলে বেড়ানো ডলফিন টি দূষিত কর্দমাক্ত জলে আর লড়াই করতে পারছিল না। তাই শেষমেষ তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হল। ডলফিন এর গায়ে অনেকগুলি ক্ষতচিহ্ন দেখা গেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে বনকর্মীদের উদাসীনতাকে এখানে ক্ষেত্রে অনেকটা দায়ী করা হচ্ছে। বৃহস্পতিবার এই খালে ঢুকে পড়ে ডলফিন টি। শনিবার নিতুড়িয়ার কাছে একটি খালে ডলফিনের দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা।
সে যখন একবার ভুল করে সমুদ্র থেকে খালে ঢুকে পড়েছে, তখন স্থানীয় বাসিন্দা এবং কর্মীদের উচিত ছিল অন্তত যতদিন না তাকে সমুদ্রে ফিরিয়ে দেওয়া যায়, সেই কটা দিন একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করা, তার যাতে বেঁচে থাকতে কোন অসুবিধা না হয়, সেরকম উপযুক্ত পরিবেশ তাকে দেওয়া। কিন্তু হায় শেষ রক্ষা আর হলো কই।