কলকাতা : নিমতায় চিকিৎসকের বাড়ি থেকে উদ্ধার করা হল গাড়িচালকের দেহ। গাড়িচালকের পরিবারের অভিযোগ, গাড়িচালককে চিকিৎসের পরিবারের তরফ থেকে খুন করা হয়েছে। গাড়িচালকে খুন করা হয়েছে,না সে আত্মহত্যা করেছে সেব্যাপারে তদন্ত করছে পুলিশ।
চিকিৎসকের বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করতেন ওই গাড়িচালক। গাড়িচালক হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা। তবে চিকিৎসকের এমারজেন্সি কাজের জন্য গাড়িচালককে রাতে থাকতে হত চিকিৎসকের বাড়িতে। সোমবার থেকে গাড়িচালকের সাথে যোগাযোগ করতে পারছিল না তার পরিবারের লোকেরা। বাধ্য হয়ে চিকিৎসকের বাড়িতে যান গাড়িচালকের পরিবারের লোক। চিকিৎসকের বাড়িতে কেউ নেই দেখে দরজা খুলে বাড়িতে ঢুকে তারা। বাড়িতে ঢুকে তারা দেখতে পায় খাড়িচালকের দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে।
গাড়িচালকের পরিবারের লোক ফোন করে নিমতা থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে গাড়িচালকের উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বাড়িতে থাকার জন্য চিকিৎসকের এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী হয় গাড়িচালকের সাথে।
ফলে চিকিৎসক তার বাড়ির একাংশ গাড়িচালকের নামে লেখার সিদ্ধান্ত করেন। কিন্তু এই নিয়ে আত্মীয়দের সাথে চিকিৎসকের বিতর্কের লাগে, যার যেরে খুন করা হয় গাড়িচালককে। যদিও খুনের অভিযোগ দায়ের করেনি মৃতের পরিবার। কিন্তু পুলিশ অস্বাভাবিক মৃত্যু ভেবে তদন্ত করছে।