আমফানের প্রভাব শুরু ওড়িশায়, ১০০ কিলোমিটার বেগে শুরু ঝড়, দেখুন ভিভিও
বুধবার সকাল থেকেই ওড়িশায় দাপট দেখাতে শুরু করলো ঘূর্ণিঝড় আমফান। ওড়িশার চাঁদিপুর, বালাসোর, পারাদ্বীপ, বালেশ্বরের মতো বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই ঝড়ের তান্ডব শুরু হয়ে গিয়েছে। সংবাদ সংস্থা ANI এর সূত্রে জানা যাচ্ছে, ওড়িশার উপকূলীয় এলাকা গুলিতে ১০০ কিলোমিটারের বেশি বেগে ঝড় হওয়া শুরু হয়ে গিয়েছে।
সমুদ্রেও শুরু হয়েছে জলস্ফীতি। মৌসম ভবন জানাচ্ছে, পারাদ্বীপ থেকে আর মাত্র ১৫৫ কিলোমিটার দূরে আছে আমফান। আমফানের সতর্কতায় আগেভাগেই ব্যবস্থা নিয়েছে ওড়িশা সরকার। উপকূলবর্তী ১০ টি জেলার মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন নিরাপদ স্থানে।
#WATCH: Rainfall and strong winds hit Bhadrak in Odisha. #CycloneAmphan is expected to make landfall today. pic.twitter.com/X8xF9aZ6cf
— ANI (@ANI) May 19, 2020
মঙ্গলবার রাত থেকেই ওড়িশার উপকূলীয় জেলা গুলিতে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। বুধবার সকাল থেকেই উপকূলীয় জেলাগুলিতে ১০০ কিলোমিটার বেগে ঝড় শুরু হয়ে গিয়েছে। পারাদ্বীপে আজ সকাল থেকেই ১০০ কিলোমিটার বেগে ঝড় হচ্ছে। চাঁদিপুরে জলস্ফীতি দেখা দিয়েছে। ভদ্রকের অবস্থায় একই। ওড়িশার পাশাপাশি আমফানের প্রভাব পড়েছে অন্ধ্রপ্রদেশেও। বিশাখাপত্তনমের সমুদ্র তীরবর্তী গ্রাম গুলিতে জল ঢোকা শুরু হয়ে গিয়েছে। জলস্ফীতি দেখা গিয়েছে সেখানেও।