Today Trending Newsদেশনিউজ
নির্ভয়া কান্ড : ফাঁসিকাঠ রক্ষনাবেক্ষনের কাজ শুরু, ডিসেম্বরের শেষেই অভিযুক্তদের সাজা
Advertisement
দিল্লি : সম্প্রতি দিল্লীর নির্ভয়া কান্ডে অপরাধীদের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত চারজনকেই তিহার জেলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রথমে তাদের দিল্লীর মান্ডোলি জেল এরপর তিহার জেলে স্থানান্তরিত করা হয়। কঠোর নিরাপত্তা জালে তাদের রাখা হয়েছে। শোনা যাচ্ছে বিহারের বক্সার জেলে নির্দেশ দেওয়া হয়েছে ফাঁসির দড়ি তৈরি করার জন্যে। মৃত্যুদন্ড যাতে দ্রুত কার্যকর হয় সেই দিকেও নজর দেওয়া হয়েছে।
সূত্রের খবর, আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করেছেন দিল্লীর মুখ্যসচিব। অপরাধীদের সাজা যাতে দ্রুত কার্যকর হয় সেই বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বক্সারের জেলে দড়ি তৈরি করার জন্যে জানানো হয়েছে এবং জানা গেছে ফাঁসিকাঠ রক্ষনাবেক্ষনের কাজও শুরু হয়ে গেছে। আশা করা যায় ডিসেম্বরের শেষেই অভিযুক্তদের ফাঁসিকাঠে ঝোলানো হবে।