কর্ণাটকে CAA বিরোধী বিক্ষোভে নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য, ঘোষণা মমতার
সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি প্রতিবাদে আজ শহরে আবার মিছিল ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।রাজাবাজার থেকে মল্লিক বাজার পর্যন্ত মিছিল চলে। এই মিছিলে মেঙ্গালুরুতে CAA বিরোধী বিক্ষোভে নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। কর্ণাটকের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবেন না বলে জানিয়েছিলেন, তার এই মন্তব্য কে বিদ্রুপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
পাশাপাশি বিজেপির দেওয়া ক্রমাগত হুমকির পড়েও দেশের ছাত্র যুব সমাজ যে নিজেদের সিদ্ধান্তে অটল থেকেছে তার জন্য তাদের তাদের কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সিএএ এনআরসির প্রতিবাদের ঘটনায় জামিয়া মিলিয়া আইআইটি কানপুর এবং অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সহমর্মিতা জানিয়ে বলেছেন তারা যেন কাউকে ভয় না পায়। বিজেপির উদ্দেশ্যে বলেছেন তারা যেন পড়ুয়াদের নিশানা না করে, এবং প্রধানমন্ত্রীকে আগুন নিয়ে খেলা থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়ার সাথে সাথে তিনি যে শুধুমাত্র একা হিন্দু নন সে কথাও স্মরণ করতে বলেছেন।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে ‘মিথ্যেবাদী’ বলে আক্রমন রাহুল গান্ধীর, পাল্টা দিল বিজেপিও
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ২৯ শে ডিসেম্বর হেমন্ত সোরেনে শপথ অনুষ্ঠানে যোগদান করতে রাজস্থান যাবেন মুখ্যমন্ত্রী। তারপর ৩০ শে ডিসেম্বর পুরুলিয়ায় সভা করবেন এবং ৩রা জানুয়ারি শিলিগুড়িতে তিনি মিছিল রাখবেন।