শ্রেয়া চ্যাটার্জি : রাজ্যে প্রায় ৫৬হাজার প্রাথমিক স্কুল রয়েছে, তার মধ্যে মাত্র দুই হাজার স্কুলে ক্লাস ফাইভ প্রাথমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীতে পাশ ফেল চালু হওয়ার পরে এই সিদ্ধান্ত নেয় সরকার যে পঞ্চম শ্রেণী কেও প্রাথমিক শিক্ষার মধ্যে ধরা হবে।
পঞ্চম শ্রেণী কে প্রাথমিক এর অন্তর্ভুক্ত করতে গেলে প্রয়োজন পরিকাঠামো এবং শিক্ষক নিয়োগের। তাই এখনও পর্যন্ত যে সমস্ত বিদ্যালয় গুলি তে পরিকাঠামোর রয়েছে, সেই সমস্ত বিদ্যালয়গুলিতেই জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যাবে পঞ্চম শ্রেণি। আর যে বিদ্যালয়গুলিতে পরিকাঠামো নেই, সেই বিদ্যালয়গুলিতে ঠিকঠাক মতন পরিকাঠামো তৈরি করে এবং উপযুক্ত শিক্ষক নিয়োগ করে ধাপে ধাপে সেখানে শুরু করা হবে পঞ্চম শ্রেণী।