তড়িৎ ঘোষ : ডিসেম্বরের ৬ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। মুম্বাইয়ে ৬ ডিসেম্বর প্রথম ম্যাচ, তিরুবনন্তপুরমে ৮ তারিখ দ্বিতীয় ও হায়দ্রাবাদে ১১ তারিখ তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
৬ ডিসেম্বর ভীমরাও রামজি আম্বেদকর মারা গিয়েছিলেন তাই ঐদিন অনুগামীরা দাদারে চৈতন্য ভূমিতে শ্রদ্ধা জানান। এছাড়াও ঐ দিনই বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। সেই কারনে মুম্বই পুলিশ ৬ ডিসেম্বর ম্যাচে নিরাপত্তা দিতে পারবে না বলে জানায়। সেই জন্য মুম্বই থেকে ম্যাচ সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল। তখন বিসিসিআই প্রথম ও তৃতীয় টি-টোয়েন্টির মধ্যে স্থান পরিবর্তন করে।
এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি মহম্মদ আজহারউদ্দিন। সূত্রের খবর মুম্বাইয়ের ওয়াংখেড়ে থেকে ম্যাচ সরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। তখন বিসিসিআই হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন এর সঙ্গে কথা বলে। আজহারউদ্দিন রাজি হওয়ায় শেষ পর্যন্ত ওয়াংখেড়েতে তৃতীয় ম্যাচটি হচ্ছে।