নতুন উদ্যোগ SSKM-এ, চালু হচ্ছে প্রথম স্পোর্টস মেডিসিন বিভাগ

Advertisement

Advertisement

এসএসকেএম হাসপাতালে খেলোয়ারদের জন্য বিশেষ ‘স্পোর্টস মেডিসিন’ বিভাগ চালু হচ্ছে। সরকারি হাসপাতাল এবং কর্পোরেট হাসপাতালেও খেলোয়ারদের জন্য আলাদা কোনও বিভাগ নেই। সেখানে পিজি হাসপাতালের এই উদ্যোগ নতুন নজির স্থাপন করল। হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগে চালু হবে এই নতুন ইউনিট।যেখানে খেলোয়ারদের পুনর্বাসনের উপায় ও পেশীকে শক্তিশালী করার পদ্ধতি বলে দেবেন ডাক্তারবাবুরা।

Advertisement

এসএসকেএম এ পেডিয়াট্রিক সার্জারির শয্যা সংখ্যাও বাড়ানো হচ্ছে। বর্তমানে অ্যালেক্স বিল্ডিংয়ের পেডিয়াট্রিক ওয়ার্ডে ১২০টা শয্যার মধ্যে ৩০ টা পেডিয়্যট্রিক সার্জারির জন্য আলাদা করে রাখা হয়েছে। শয্যাসংখ্যা বাড়িয়ে ৬৭ করে আলাদা ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। যেমন এসএসকেএমের এন্ডোক্রিনোলজি বিভাগকে ‘সেন্টার অফ এক্সেলেন্স’ করা হচ্ছে। কেন্দ্রীয় অনুদান পাওয়ার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে এর ফলে অনেক সুবিধা হবে। এই বিভাগেই ডায়াবেটিস রোগীদের চিকিৎসা হয়। ‘সেন্টার অফ এক্সেলেন্স’ হলে ডায়াবেটিস চিকিৎসা অনেকটাই গতি পাবে। শয্যা বাড়বে। প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতি আনা যাবে । জানা গিয়েছে, এই তিন প্রকল্পের জন্য বাড়তি ‘ম্যান পাওয়ার’ বরাদ্দ হয়েছে।

Advertisement

আরও পড়ুন : দিল্লির হিংসা ঘৃণ্যতর, অ্যাসিড ছোঁড়া হল আধাসেনা কর্মীদের দিকে

Advertisement

এতদিন সমস্যায় পড়লে খেলোয়াররা কি করবে, কি ব্যায়াম করবে, কি ডায়েট করবে কোথায়, কোন ডাক্তারকে দেখাবেন বুঝতে পারতেন না। এবার খেলোয়ারদের জন্য আলাদা বিভাগ হলে কলকাতার ময়দানকে অনেকটাই বাড়তি অক্সিজেন দেবে এমনটা জানিয়েছে ফিজিক্যাল মেডিসিন বিভাগের চিকিৎসকদের। পিজি হাসপাতালের এই উদ্যোগে খুশি চিকিৎসকরা।

Tags: Kolkata

Recent Posts