শ্রেয়া চ্যাটার্জি – টমেটো, লাউ, বাঁধাকপি আরো কত কি সাজানো আছে ভ্যান গাড়িতে করে। আর লেখা আছে ‘ফ্রী সবজি বাজার’। আপনি ব্যাগভর্তি বাজার করবেন কিন্তু আপনাকে কোন টাকাই দিতে হবে না। করোনা মোকাবিলার জন্য এ এক অভিনব উদ্যোগ। সোশ্যাল মিডিয়ায় পাওয়া এই ছবিটি যেখানেরই হোক সেখানকার মানুষ যে কতটা সচেতন তা বোঝাই যাচ্ছে। করোনা ভাইরাস এর জন্য যে সমস্ত দিন মজুরদের কাজ প্রায় বন্ধ, যারা দিন আনে দিন খায়, যাদের পকেট এ কানা কড়িও নেই তাদের জন্যই সম্ভবত এই উদ্যোগ।
করোনা ভাইরাস গোটা পৃথিবীতে থাবা বসিয়েছে। ইতালি, স্পেন, আমেরিকায় চলছে মৃত্যুর মিছিল। চীন অনেকটা সামলে নিয়ে উঠেছে। গোটা বিশ্ব যেন একটা যুদ্ধে শামিল হয়েছে। না এটা কোন দেশে দেশে যুদ্ধ নয়। এ যুদ্ধ হলো মানুষের প্রাণ বাঁচানোর যুদ্ধ। এই প্রথম গোটা বিশ্বের লক্ষ্য একটাই, মানুষ বেঁচে থাকুক। প্রত্যেকটা দেশ একজোট হয়ে করোনা ভাইরাস এর মোকাবিলা করছে।
২১ দিনের লকডাউন চলছে ভারতবর্ষে। যার ফলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। দিনমজুর, ঠিকে শ্রমিক এরা কার্যত ঘরে বসে আছেন। টাকা পয়সা নেই। কিন্তু পেট তো আর শোনে না! হয়তো খিদের জ্বালায় ছটফট করছে ছোট শিশু। তাদের জন্য এমন ফ্রি সবজি বাজারের প্রয়াস প্রত্যেকটা জায়গায় করা উচিত। তবে সরকার থেকে, বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান থেকে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে একথাও অনস্বীকার্য। সকলে মিলে আমরা যদি এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে হয়তো মানুষগুলো না খেতে পেয়ে মরবে না।