Virat Kohli: হায় রে কপাল, কোহলিকে না পেয়ে তার মূর্তিতে কিস দিয়ে ভরিয়ে দিলেন এই সুন্দরী কন্যা! দৃশ্য ভাইরাল

ক্রিকেট ভক্তের কাছে তিনি ভগবান। আর তরুণ প্রজন্মের নারীদের কাছে তিনি স্বপ্নের নায়ক। আজ্ঞে হ্যাঁ, আমরা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির কথা বলছি। যাকে কাছে পেতে মুখিয়ে রয়েছেন লক্ষ লক্ষ নারী। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জনপ্রিয়তা এতই বেশি যে, শুধু ভারতবর্ষে নয় পৃথিবীর সর্বত্রই রয়েছে তার ডাই হার্ড ফ্যান। ড্যাসিং লুকিং এবং দুর্দান্ত স্মার্টনেস-এর জন্য কোটি কোটি নারী ভক্তকে ক্লিন বোল্ড করেছেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক।

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ছবি ভাইরাল হচ্ছে, যা দেখার পর আপনি রীতিমতো অবাক হবেন। ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী শহর দিল্লিতে। আপনাদের জানিয়ে রাখি, ২০১৮ সালে দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে শহরের ভূমিপুত্র তথা বিরাট কোহলির একটি মূতি বসানো হয়েছিল। বিশ্ববিখ্যাত মাদাম তুসো মিউজিয়ামে লিওনেল মেসি (Lionel Messi), কপিল দেব (Kapil Dev) ও উসেইন বোল্টের (Usain Bolt) মূতির পরেই কোহলির মূর্তি বসানো হয়েছিল তার জনপ্রিয়তার দিকে লক্ষ্য রেখে। আর এবার সেই মিউজিয়ামেই ঘটলো বিস্ময়কর ঘটনাটি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, সুন্দরী এক কন্যা জাদুঘরে ঘুরতে এসে বিরাট কোহলির পুতুল মূর্তিতে একের পর এক কিস দিয়ে ভরিয়ে দিচ্ছেন। কারোর জন্য যে কেউ এতটা পাগল হতে পারে তা এই ভিডিও না দেখলে হয়তো অনেকেই ধারণা করতে পারতেন না। যে ভিডিওতে দেখা গেছে, বিরাট কোহলির মূর্তিতে সযত্নে একের পর এক কিস করছেন ওই মহিলা।

তবে বর্তমানে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছেন। যদিও সিরিজের প্রথম দুটি ম্যাচে লম্বা ইনিংস খেলতে পারেননি ভারতীয় রান মেশিন। তবে সিরিজের বাকি দুটি ম্যাচে তার ব্যাট থেকে ধ্বংসাত্মক ইনিংস দেখা যেতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আপনাদের জানিয়ে রাখি, অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত টেস্ট সিরিজে বর্তমানে ভারতীয় দল ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।