আন্তর্জাতিকনিউজ

ভগবানের মত আবির্ভাব আরউইন পরিবারের, অস্ট্রেলিয়ার দাবানল থেকে বাঁচল ৯০ হাজার প্রাণী

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি : অস্ট্রেলিয়ার বনাঞ্চল দাউদাউ করে জ্বলছে। দাবানলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে পৃথিবীর ফুসফুস। শেষ হয়ে গেছে প্রায় ৫০ কোটি বন্যপ্রাণী। দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের উদ্ধারে। এর মধ্যে আরউইন পরিবার অন্যতম। একটা সময় টিভিতে যে মানুষটি পরিচিত ছিল তিনি ছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ আরউইন। একবার সমুদ্র তলের শুটিংয়ের সময় স্টিং রের আঘাতে এফোঁড়-ওফোঁড় হয়ে যায় তার হৃদপিণ্ড। তবে তার মৃত্যু হয়েছে তো কি হয়েছে তারএই ভালোবাসা স্থানান্তরিত হয়েছে তার পরিবারের মধ্যে, তার মেয়ে এবং ছেলের মধ্যে রুপান্তরিত হয়েছে। এই প্রেম থেকেই তারা উদ্ধার করেছে অসংখ্য স্তন্যপায়ী, সরীসৃপ প্রাণী। তাদের একটি নিজস্ব চিড়িয়াখানা রয়েছে। আপাতত ওগুলোকে নিয়ে গিয়ে সেখানে রাখা হয়েছে চিড়িয়াখানাতেই।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ‘অস্ট্রেলিয়াজু’ নামে তাদের চিড়িয়াখানা। স্টিভের ছেলেমেয়েরা অস্ট্রেলিয়ার দাবানলের আগুন এর থেকে বাচিয়েঁছে হাজার হাজার প্রাণীকে। এই খবর সোশ্যাল মিডিয়া দেওয়ার সাথে সাথেই নেটিজেনরা বাহবা জানিয়েছেন। স্টিভের যোগ্য পুত্র, কন্যা হিসেবে তারা নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ায় গুলি করে মারা হবে ১০,০০০ উটকে

ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার দাবানল এর নানান মর্মান্তিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট। ক্যাঙ্গারুর দল ছুটে যাচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্তে একটু ঠান্ডার আশায়। কোয়ালা মানুষ দেখলেই তাদেরকে জড়িয়ে জাপটে ধরেছে। কোয়ালার থেকে অনেক হিংস্র প্রাণী ও যাদের হিংস্র মনোভাবের জন্য মানুষ একদিন তার কাছে যেতে ভয় ভয় পেত আজ সে বড়ই অসহায়। দমকল কর্মীদের জড়িয়ে ধরে সে যেন বলতে চাইছে তাকে উদ্ধার করুক। আমাদের শুধু তাকিয়ে দেখা ছাড়া সত্যিই কোন উপায় নেই, আর ভগবানের কাছে প্রার্থনা করা। সেখানেই এই আরউইন পরিবার সত্যিই তারা অসাধারণ কাজ করছেন, তা নিঃসন্দেহে বলতে হয়।

Related Articles

Back to top button