রাজ্য সরকারি কর্মচারীদের ৬ দিনের বেতন কাটার সিদ্ধান্ত সরকারের, জারি নয়া নির্দেশিকা
কেরল : করোনা ভাইরাসের জেরে সারা বিশ্বের অর্থনীতির বেহাল দশা। ভারতও এর বাইরে নয়। তাই অর্থনীতির হাল ফেরাতে তৎপর হয়েছে সরকার। আর্থিক সংকট কাটাতে ইতিমধ্যে প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। কিন্তু তাতে যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, এ বিষয়ে নিশ্চিত নন বিশেষজ্ঞরা। তাই বিভিন্ন রাজ্য এই সংকট মোকাবিলায় নিজেদের মতো করে উদ্যোগ নিতে শুরু করেছে। ভারতের দক্ষিণতম রাজ্য কেরালা ইতিমধ্যে সরকারি কর্মচারীদের বেতন কাটার কথা ঘোষণা করেছে।
কেরালার পিনারাই বিজয়ন সরকার ঘোষণা করেছে, সব বিভাগে কর্মরত সরকারি কর্মচারীদের প্রতিমাসের বেতন থেকে ৬ দিনের বেতন কেটে নেওয়া হবে। আগামী ৫ মাসের জন্য এই বেতন কাটা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে কেরালার সরকার জানিয়ে দিয়েছে যে, চলতি মাস থেকেই কেটে নেওয়া হবে কর্মচারীদের বেতন।
প্রসঙ্গত, শুধু সরকারি কর্মচারী নয়, বেতন কাটা হবে বিধায়ক – মন্ত্রীদেরও। এর আগের এক ঘোষণায় কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছিলেন, বিধায়ক – মন্ত্রীদের বেতন বা ভাতার ৩০ শতাংশ কেটে নেওয়া হবে। আগামী এক বছরের জন্য কেটে নেওয়া হবে এই টাকা। একইসঙ্গে বিভিন্ন সরকারি বোর্ডের সঙ্গে জড়িত আধিকারিক ও কর্মচারীদের বেতনও ৩০ শতাংশ হারে নেওয়া হবে বলে জানিয়েছিল সরকার। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ফান্ড তৈরি করতে সরকারের এমন উদ্যোগ বলে জানা গেছে। বামপন্থী সংগঠনগুলো কেরালা সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেও বিরোধীরা এর তীব্র বিরোধিতা করেছে।