করোনা ভাইরাসের বিরুদ্ধে দিনরাত এক করে লড়ছেন তারা। কিন্তু তবুও দেশের বিভিন্ন অংশে করোনা পরীক্ষা করতে গিয়ে বারবার আক্রমণের মুখে পড়েছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। এই পরিস্থিতিতে আজ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (IMA) চিকিৎসকদের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভিডিও কনফারেন্সে তার সাথে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও। এই বৈঠকে চিকিৎসকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের উপর আক্রমণের ঘটনায় চিকিৎসকরা যাতে প্রতীকী প্রতিবাদ না করেন তার আবেদন জানান তিনি।
করোনা পরীক্ষা করতে গিয়ে বারবার হামলার মুখে পড়েছেন দেশের চিকিৎসকরা। এরই প্রতিবাদে দেশ জুড়ে আজ চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে ‘হোয়াইট অ্যালার্ট’ এর আহ্বান করা হয়। এই প্রতিবাদে দেশ জুড়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের একটি করে সাদা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানোর আবেদন করে IMA.
সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে IMA এর চিকিৎসকদের সাথে ভিডিও কনফারেন্স করেন অমিত শাহ। সেখানে তিনি চিকিৎসকদের এই প্রতিবাদ প্রত্যাহার করার অনুরোধ জানান। অমিত শাহ চিকিৎসকদের বলেন, “সরকার সবরকম ভাবে আপনাদের সাহায্য করবে। আপনাদের সুরক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার।”
While the Home Minister lauded their work, he also assured them of their security. During the meeting, he appealed to them not to do even a symbolic protest as earlier proposed, adding that the government is with the #doctors. #COVID2019india pic.twitter.com/JdDyudwwOO
— IANS Tweets (@ians_india) April 22, 2020
প্রসঙ্গত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার এবং বেঙ্গালুরুতে করোনা পরীক্ষা করতে গিয়ে একাধিকবার আক্রমণের শিকার হয়েছেন চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা। চিকিৎসকদের সুরক্ষার দাবিতে IMA একটি আইন প্রণয়নের দাবি জানায়। সেই আইন না এলে আগামীকাল ২৩ এপ্রিল ‘কালা দিবস’ হিসেবে পালন করার হুমকিও দেয় তারা। এদিকে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯,৯৮৪ তে পৌঁছে গিয়েছে। মারণ এই ভাইরাস এখনও পর্যন্ত প্রাণ নিয়েছে ৬৪০ জনের।