Today Trending Newsদেশনিউজ

BREAKING : অবশেষে শাস্তি পেল দোষীরা, ফাঁসি হল নির্ভয়ার অপরাধীদের

Advertisement

গোটা দেশের অপেক্ষার অবসান হল, দীর্ঘ সাত বছর পর নির্ভয়াকান্ডের অপরাধীদের আজ ভোরে দিল্লির তিহাড় জেলে ফাঁসিকাঠে ঝুলিয়ে দেওয়া হল। মুকেশ সিংহ, বিনয় শর্মা, পবন গুপ্ত এবং অক্ষয় কুমার সিংহের এই চার অপরাধী বহুবার ফাঁসির তারিখ বাড়ানোর জন্য আবাদন করার এই আগেও বহুবার তারিখ দেওয়া সত্বেও পিছিয়ে গেছিল ফাঁসি। আজ তাদের ফাঁসি দেওয়ায় আনন্দিত দেশ।

সেই দিনটা ছিল ২০১২ সালের ১৬ ডিসেম্বর, রাতে দিল্লির রাস্তায় চলন্ত বাসের মধ্যে গণধর্ষণের শিকার হন বছর ২৩-এর তরুণী। বাধা দিতে যায় তাঁর পুরুষ বন্ধু, কিন্তু তাকেও প্রচণ্ড মারধর করা হয়। নির্মম এই ঘটনায় গোটা দেশ আতঙ্কিত হয়ে গেছিল। পৈশাচিক অত্যাচারের পর ১৩ দিন লড়াই চালানোর পর ২৯ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন : রবিবার দেশজুড়ে ‘জনতা কার্ফু’ জারি, করোনা মোকাবিলায় বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

এই ঘটনায় ৬ জন অপরাধীর মধ্যে তিহাড় জেলে থাকাকালীন আত্মহত্যা করে রাম সিংহ। আর এক জন নাবালক হওয়ায় তিন বছর পর তাকে ছেড়ে দেওয়া হয়। বাকি চার দোষীকে ফাঁসির শাস্তির রায় দেওয়া হয়।এবছর ৭ জানুয়ারি দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে রায় দেওয়া হয় ২২ জানুয়ারি সকাল ৭টায় চার দোষীকে ফাঁসি দেওয়া হবে, সেই তারিক পিছিয়ে করা হয় ১ ফেব্রুয়ারি।

নানা আইনি জটিলতায় সেই তারিখও পিছিয়ে দেয়, ফাঁসির তারিখ হয় ৩ মার্চ।তবে আদালতের চতুর্থ বারের জন্য মৃত্যু পরোয়ানা জারির পর দোষীদের আবেদনের সব রাস্তাই বন্ধ ছিল। ২০ মার্চ ওই চার অপরাধীকে ফাঁসি দেওয়া হবে বলে জানানো হয় এবং অবশেষে দীর্ঘ বছর পর নির্ভয়া এবং বহু নির্ভয়ার মুখে হয়ত হাসি ফোটে দোষীদের শাস্তি দেওয়ায়।

Related Articles

Back to top button