ফাঁসুড়ে, ফাঁসির দড়ি সব তৈরি! খুব শীঘ্রই ফাঁসি নির্ভয়ার চার ধর্ষকের
২০১২ সালে দিল্লিতে চলন্ত বসে ঘটা ভয়ঙ্কর ধর্ষণ ও খুনের মামলায় অবশেষে চার দোষীর ফাঁসি হতে চলেছে বলে জল্পনা চলছে। তিহার জেল কর্তৃপক্ষ থেকে উত্তরপ্রদেশ সরকারের কাছে ইতিমধ্যেই দুজন ফাঁসুড়ে চেয়েছে বলে জানা যাচ্ছে। আর এ থেকেই জল্পনা বাড়ছে হয়তো নির্ভয়া কাণ্ডের দোষী সাব্যস্ত চার জনের ফাঁসি কার্যকর হতে পারে।
সূত্রের খবর, বেশ কিছুদিন থেকেই তিহার জেলে ফাঁসির প্রস্তুতি চলছে। ফাঁসির জন্যে যে বিশেষ দড়ি ব্যবহার করা হয়, তা বানানোর জন্য ইতিমধ্যেই বিহারের বক্সার জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। জল্পনা আরও বেড়েছে কারণ, কিছুদিন আগেই ধর্ষণে অভিযুক্ত পবন গুপ্তকে দিল্লির মান্ডোলি জেল থেকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়েছে।
বাকি তিনজনকে আগেই নিয়ে যাওয়া হয়েছিল। কেন্দ্রীয় সরকারের তরফে রাষ্ট্রপতিকে আগেই আবেদন করা হয়েছিল যাতে, নির্ভয়ার দোষীদের যেন ক্ষমা ভিক্ষা না দেওয়া হয়। তাই জল্পনা যে হয়তো খুব শীঘ্রই নির্ভয়ার দোষীদের ফাঁসিতে ঝোলানো হবে।