অরূপ মাহাত: কয়েকজন ছেলের বয়সী ছাত্র ব্যাগ ছুড়ে দিচ্ছেন শিশু কল্যাণ দপ্তরের এক মহিলা আধিকারিকের। শুধু তাই নয় চেয়ার মারতেও দেখা গেছে এক ছাত্রকে। এমনই একটি ভিডিও মিডিয়ার হাতে এসে পৌঁছানোয় নড়েচড়ে বসেছে প্রশাসন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রায়বেরেলির গান্ধী সেবা নিকেতনে। বিদ্যালয়ের নামের মধ্যে গান্ধী কথার উল্লেখ থাকলেও গান্ধীজির আদর্শ যে ছাত্রদের ভেতরে সঞ্চারিত করতে পারেননি এখানকার শিক্ষকরা সেকথা বলায় যায়।
মমতা দুবে নামের নির্যাতিতা মহিলা আধিকারিক ছাত্রদের পাশাপাশি অভিযোগ তুলেছেন বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধেও। ঘটনার সূচনা হয়েছে দুদিন আগেই। দপ্তরের কিছু কাজ নিয়ে এই বিদ্যালয়ে এসেছিলেন শিশু কল্যাণ আধিকারিক মমতা দুবে। সেদিনই কিছু ছাত্র তাঁকে বাথরুমে আটকে রাখে বলে অভিযোগ করেন তিনি।
বিদ্যালয় কর্তৃপক্ষ সেদিন ছাত্রদের দুর্ব্যবহারকেই প্রশ্রয় দেন। তাঁর কথায়, ‘গান্ধী সেবা নিকেতনের ছাত্ররা আমাকে বাথরুমে আটকে রাখে। একথা কর্তৃপক্ষকে জানালে তাঁরা বলেন, ছাত্ররা যা খুশি করতে পারে।’ এর দুদিন পর ওই বিদ্যালয়ে গেলে এবার ছাত্রদের হাতে নির্যাতনের শিকার হন ওই মহিলা আধিকারিক। এই ঘটনায় ওই বিদ্যালয় ও ছাত্রদের বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।
#WATCH A child welfare official, Mamata Dubey, was thrashed by students at Gandhi Sewa Niketan in Raebareli, yesterday. pic.twitter.com/ZCBGJeZ8Z3
— ANI UP (@ANINewsUP) November 12, 2019