৮১ kmpl মাইলেজ দেয় এই Hero বাইক, লঞ্চ হতেই ব্যাপক জনপ্রিয় হল ভারতীয় মার্কেটে
Hero তাদের বাজেট সেগমেন্টে একের পর এক ধামাকা করছে
বর্তমান আধুনিকতার যুগে সবাই একটা বাইক কিনতে চায় যার মাইলেজ অত্যন্ত ভালো। কমদামের মধ্যে বেশি দূরত্ব যেতে পারে এমন বাইকের গুরুত্ব অনেকটা বেড়েছে। পেট্রোল এবং ডিজেল অনেক দামি হয়ে গেছে। সেই কারণে গ্রামের মানুষ বাইক কেনার আগে মাইলেজের তথ্য সংগ্রহ করতে পছন্দ করেন। আমরা আপনাকে এমন একটি বাইক সম্পর্কে বলতে চলেছি যা আপনি খুব কম টাকার মধ্যে কিনতে পারেন। খুব সহজেই এই বাইকটি কিনে আপনি চালাতে পারবেন একদম নিজের পছন্দ অনুযায়ী।
আপনারা হয়তো ভাবছেন আমরা কি রকম বাইকের ব্যাপারে যা বলছি। আপনাদের জানিয়ে রাখি হিরো কোম্পানির স্প্লেন্ডার প্লাস বাইকটি সম্প্রতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই বাইকের মাইলেজ এর অঙ্ক শুনলে অবাক হবেন আপনি। এই বাইকটি ৬৫ Kmpl থেকে ৮১ kmpl এর মত মাইলেজ দেয় যা সে সেগমেন্ট রেকর্ড। এই বাইকটির ১১ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। তাই দীর্ঘ যাত্রার জন্য এই বাইকে বারবার পেট্রোল ভরাতে হবে না।
এই Hero Splendor Plus বাইকে একটি ৯৭.২২ সিসির পেট্রোল ইঞ্জিন রয়েছে যা ৭.৯১ bhp পাওয়ার ও ৮.০৫ Nm টর্ক উৎপন্ন করে। এতে ৪ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ার আছে। এই গাড়ির দুই চাকায় রয়েছে ড্রাম ব্রেক। এই বাইকের এক্স শোরুম মূল্য মাত্র ৯৭ হাজার টাকা। অনেকে যারা ডেলী কমিউটের জন্য বাইক ব্যবহার করেন তাঁদের জন্য এই Hero Splendor Plus ব্যাপক অপশন হতে পারে।