হটস্পট চিহ্নিত হল কোন কোন জেলা, কোথায় শিথিল হবে লকডাউন, জানাল কেন্দ্র
আগামী ২০ এপ্রিল থেকে দেশের কিছু অংশে শিথিল করা হচ্ছে লকডাউনের নিয়ম। সমগ্র দেশকে তিনটি জোনে ভাগ করে লকডাউনের নিয়মে পরিবর্তন এনেছে কেন্দ্র। করোনা হটস্পট (রেড জোন), নন-হটস্পট ও অসংক্রমিত জেলা (গ্রিন জোন) – এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। দেশে ১৭০ টি জেলাকে করোনা হটস্পট ঘোষণা করেছে কেন্দ্র। নন-হটস্পট জেলা রয়েছে ২০৭ টি। দেশের বাকী জেলাগুলোকে অসংক্রমিত জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
করোনা হটস্পট জেলাগুলোর মধ্যে ১২৩ টি জেলাতে করোনা ভাইরাস ব্যাপক আকারে (লার্জ আউটব্রেক) ছড়িয়ে পড়েছে। বাকী ৪৭ টি জেলাতে কয়েকটি ক্ষেত্রে (ক্লাস্টারে) ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। ব্যাপক আকারে ছড়িয়ে পড়া জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে তামিলনাড়ুতে। দক্ষিণের এই রাজ্যের ২২ টি জেলাতে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা দেশে সবচেয়ে বেশি হলেও সেখানকার কয়েকটি ক্ষেত্রে ছড়িয়েছে সংক্রমণ। মহারাষ্ট্রের ১১ টি জেলা রেড জোনে রয়েছে।
এছাড়াও রাজস্থান ও অন্ধ্রপ্রদেশের ১১ টি করে, দিল্লি ও উত্তরপ্রদেশে ৯ টি করে, তেলেঙ্গানার ৮ টি, কেরালা এবং জম্মু ও কাশ্মীরে ৬ টি করে, গুজরাতে ৫ টি, হরিয়ানা, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গে ৪ টি করে, কর্নাটকে ৩ টি, বিহার, ওড়িশা, ছত্তিশগড়, চন্ডীগড় ও উত্তরাখণ্ডের ১ টি করে জেলা কেন্দ্র সরকারের প্রকাশিত এই রেড জোনে রয়েছে। পশ্চিমবঙ্গের জেলাগুলো হলো – কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুর।