ভারতবার্তা ওয়েবডেস্ক: করোনা সংক্রমণে জর্জরিত গোটা দেশ। একজোট হয়ে লড়ছে কেন্দ্রীয় সরকার থেকে সাধারণ মানুষ।এই পরিস্থিতিতে সন্তান জন্ম দেওয়ার মাত্র এক মাসের মধ্যেই নিজের কাজে যোগ দিলেন বিশাখাপত্তনমের এক পুরপ্রধান। সৃজনা গুম্মাল্লা নামে ২০১৩ ব্যাচের আইএএস আধিকারিক এই মহিলা নিজের কর্তব্যের প্রতি এত দায়িত্বশীল হওয়ায় মুগ্ধ হয়েছেন সবাই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ছবিতে দেখা গেছে, এক মাসের শিশুকে কোলে নিয়েই কাজে যোগ দিয়েছেন তিনি।
এই বিষয়ে তিনি বলেন, “এটা আমার কাছে আমার কর্তব্য। একজন মানুষ হিসেবেও আমার কর্তব্য প্রশাসনকে কিছু সহায়তা করা। আমার মনে হয়েছে যে এই সময়ে আমাদের সকলকে একসঙ্গে লড়তে হবে এবং একে অন্যের শক্তি বাড়াতে হবে।” সাধারণত সরকারি নিয়ম অনুসারে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় মহিলা কর্মচারীদের। কিন্তু বর্তমানের এই ভয়াবহ পরিস্থিতিতে প্রাপ্য ছুটির মাত্র এক মাস গ্রহণ করেই নিজের কাজে যোগ দিলেন তিনি।
এই ঘটনায় ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্রকুমার সিংহ শেখাওয়াত। তিনি এই আধিকারিকের ছবি ট্যুইটারে শেয়ার করে বলেন, “এইরূপ করোনা যোদ্ধাদের পেয়ে আমাদের দেশ সৌভাগ্যবান। নিজকাজে দায়িত্বপালন করার জীবন্ত এই দৃষ্টান্তের প্রতি আমার কৃতজ্ঞতা রইলো।” কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত অন্ধ্রপ্রদেশে করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত ৪২৭ জন এছাড়া মৃতের সংখ্যা ৭।