ভারত-চীন সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখতে টহলদারি ভারতীয় বায়ুসেনার
চলমান ভারত-চীন উত্তেজনা মোকাবিলায় তৈরি ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার লাদাখ জুড়ে চীন সীমান্ত বরাবর মিগ-২৯ ফাইটার জেট, অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার দ্বারা কড়া নজরদারি চালালো ভারতীয় বায়ুসেনা। জানা গিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতেই তারা এই টহলদারি চালিয়েছে।
এই বিষয়ে, বায়ুসেনার এক উচ্চপদস্থ আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন এ রাঠি জানিয়েছেন, “এরকম আরও নাইট অপারেশন করতে প্রস্তুত বায়ুসেনা এবং বায়ুসেনার পাইলটেরা। শুধু তাই নয় তৈরি অত্যাধুনিক সমরাস্ত্র।” অন্যদিকে সেনাসূত্রে খবর এই মূহুর্তে সীমান্তে মোতায়েন করা হয়েছে সি-১৭ গ্লোবমাস্টার ৩ এয়ারক্রাফটবাহী গাড়ি ও সি-১০৩ জে সুপার হারকিউলিস।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানা গিয়েছে, ভারতীয় বায়ুসেনারা ব্যবহার করছে Ilyushin-৭৬। এর মাধ্যমে সেনাজওয়ানদের সহজেই প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছাকাছি পৌঁছে দেওয়া যাবে। এছাড়া লেহ ও শ্রীনগরে মোতায়েন করা হয়েছে বায়ুসেনার সুখোই ৩০ এমকেআই, জাগুয়ার ও মিরাজ-২০০০ এয়ারক্রাফট।
সম্প্রতি অজিত দোভালের সঙ্গে চীনের বিদেশমন্ত্রীর একটি দীর্ঘ আলোচনার পর গালওয়ান থেকে সেনা সরাতে বাধ্য হয় বেজিং। জাতীয় একটি সংবাদমাধ্যম অনুযায়ী প্রায় ১.৫ থেকে ২ কিলোমিটার পিছনে নিজেদের সমস্ত ঘাঁটি সরিয়ে নিয়েছে চীনের সেনাবাহিনী।
শুধু তাই নয় পেট্রোলিং পয়েন্ট ১৪ থেকেও তারা বেশ খানিকটা সরে গিয়েছে। এই পয়েন্টটি নিয়েই গত ১৫ই জুন সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও চীনের সেনারা। অবশেষে সীমান্ত থেকে সেনা সরিয়ে নিয়েছে বেজিং। তাদের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।