শ্রীলঙ্কা : শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি গোতাবায় রাজাপক্ষের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের এই দ্বিপাক্ষিক আলোচনার শেষে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায় ঘোষণা করলেন, ‘শ্রীলঙ্কা যে সমস্ত ভারতীয় মৎস্যজীবীদের জলসীমা লঙ্ঘনের জন্য আটক করেছে, তাদের ছেড়ে দেওয়া হবে।’ তাদের দেশে ফিরে আসার ব্যবস্থা করে দেবে শ্রীলঙ্কার সরকার।
প্রসঙ্গত, গোতাবায় নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম অন্য কোন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন। নরেন্দ্র মোদীর সাথে সেই বৈঠকে ভারত কূটনৈতিক ভাবে লাভবান হয়েছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। কারন, মহেন্দ্র রাজাপক্ষের ভাই গোতাবায় শ্রীলঙ্কার মসনদে আসায় ভারত-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে চিন্তায় ছিল ভারতের কূটনীতিবিদরা। তাই রাষ্ট্রপতি নির্বাচনে জিতে আসার পরই গোতাবায়কে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাজাপক্ষ ভাইয়েরা পারিবারিক দিক থেকে চিন ঘেঁষা হিসেবেই পরিচিত। সেদিক থেকে চিনের বন্ধু রাষ্ট্র পাকিস্তানের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে তাতে শ্রীলঙ্কার সমর্থন প্রতিবেশী দেশের দিকে গেলে সমস্যায় পড়তে হত ভারতকে।