Today Trending Newsআন্তর্জাতিকনিউজ

ভারতীয় পতাকার তেরঙ্গা রঙে সেজে উঠল সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন পর্বত

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – গোটা বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক তৈরি হয়েছে। এই প্রথম বোধ হয় কোন একটি বিশেষ জিনিস নিয়ে গোটা বিশ্ব একসঙ্গে জর্জরিত। দেশের মানুষ কার্যত গৃহবন্দি এবং একাকীত্বে ভুগছেন। একাকীত্ব কে কাটানোর জন্য সুইজারল্যান্ডের বিখ্যাত ম্যাটারহর্ন পর্বতে বিভিন্ন দেশের পতাকার প্রতিচ্ছবি তুলে ধরা হলো। সুইজারল্যান্ড এর বিখ্যাত লাইট আর্টিস্ট গেরি হফস্টেট্টর ১৪,৬৯০ ফুট উঁচু পর্বতের প্রতিটি দেশের পতাকার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন।

লকডাউনের মধ্য দিয়ে প্রত্যেকটি দেশের মানুষ একাকিত্বে ভুগছেন এবং প্রত্যেকটি দেশের মানুষকে করোনা ভাইরাসের বিরুদ্ধে সমানতালে যুদ্ধ করে যাচ্ছেন। এ বিষয়টিকে তিনি ফোটাতে চেয়েছেন। এ শুক্রবার রাতে আমাদের ভারতবর্ষের পতাকার তেরঙা ছবি ফুটে উঠেছিল এ পর্বতমালা থেকে যেন এক। এই পর্বতমালা সুইজারল্যান্ড এবং ইতালির সীমানায় অবস্থিত। অসাধারণ পদ্ধতিতে চিন্তা ভাবনা থেকে তুলে ধরা হয়েছে, ভাবনার মধ্যে স্পষ্ট ভাবে বুঝিয়েছেন আমরা কেউ একা নই, প্রত্যেকে এক সঙ্গে লড়াই করে চলেছি করোনা ভাইরাসের বিরুদ্ধে। এবং আমাদের আশা আমরা একদিন ঠিক আবার সেরে উঠব। গোটা পৃথিবী আবার তার নিজের তালে ফিরে যাবে।

গোটা পর্বত জুড়ে উপরে গেরুয়া তারপরে সাদা মাঝে অশোক চক্র এবং তার নিচে সবুজ রঙের তেরঙা পতাকা দেখে আমাদের গর্বে বুক ফুলে ওঠে। এক অজানা আনন্দে মনটা ভরিয়ে দেয়। যদিও একা ভারতের পতাকায় নয়, অন্যান্য দেশের পতাকাও ওখানে শোভিত হয়েছে। তাও ভারতবাসী হিসেবে তেরঙা পতাকা আমাদের কাছে যথেষ্ট গর্বের।

Related Articles

Back to top button