যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা ভারতীয় রেলের
আজ, মঙ্গলবার সকাল ১০ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে করোনা মোকাবিলায় দেশ জুড়ে লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৩ রা মে পর্যন্ত সারা দেশে লকডাউন জারি থাকবে বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল ভারতীয় রেল। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রেল মন্ত্রকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আপাতত বন্ধ থাকবে যাত্রীবাহী রেল পরিষেবা।
বেশ কিছুদিন ধরেই জল্পনা ছড়িয়েছিল যে, ১৪ এপ্রিলের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে যাত্রীবাহী ট্রেন চলাচল। বিভিন্ন সূত্র মারফত, খবর পাওয়া গিয়েছিল রেড, গ্রিন, ইয়োলো জোনে ভাগ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা নিয়েছে রেল মন্ত্রক। যদিও, এই ধরনের কোন সিদ্ধান্তের কথা তখনই অস্বীকার করে রেল জানিয়ে দিয়েছিল যে, যে কোন সিদ্ধান্ত গ্রহণের আগে তা রেল কর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হবে।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণের পর রেল মন্ত্রকের তরফে সমস্ত জল্পনার অবসান ঘটানো হয়। প্রধানমন্ত্রী লকডাউনের মেয়াদ বাড়ানোর সঙ্গে সঙ্গে রেল মন্ত্রক জানায়, আগামী ৩ রা মে পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত যাত্রীবাহী ট্রেন চলাচল। প্রিমিয়াম ট্রেন, মেল বা এক্সপ্রেস ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, সাব-আর্বান ট্রেন, কলকাতা মেট্রো রেল, কোঙ্কন রেল সহ বন্ধ থাকবে সমস্ত যাত্রীবাহী পরিষেবা। প্রসঙ্গত, গত ২২ শে মার্চ জনতা কার্ফুর দিন থেকে দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রেখেছে ভারতীয় রেল।