দেশজুড়ে এনআরসি নিয়ে এবার সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বুধবার হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে তিনি দাবি করেন, ২০২৪ সালে লোকসভা ভোটের আগেই গোটা দেশে এনআরসি করা হবে। হুমকির সুরে তিনি এদিন আরও বলেন, সমস্ত অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ থেকে তাড়ানো হবে।
একই সাথে তিনি কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহসের প্রশংসা করেন এদিন। এনআরসি প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন আরও বলেন, ‘৭০ বছর ধরে অনুপ্রবেশকারীরা দেশে ঢুকছেন। যার ফলে আমাদের দেশে নিরাপত্তার ভিত দুর্বল হয়েছে। এনআরসি লাগু করে দেশ থেকে এইসব অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে, এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ।’
এটাই অবশ্য প্রথম নয়, এর আগেও এনআরসি নিয়ে আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন অমিত শাহ। বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে যে আপনি অনুপ্রবেশকারী হিসেবে থাকতে পারবেন না সে কথাও এদিন বুঝিয়ে দেন তিনি। একই সাথে তিনি বলেন, নির্বাচনী ইস্তাহারে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম অনুপ্রবেশকারীদের তাড়ানোর, এবার তা করে দেখানো হবে। শুধু অসম নয় সারা দেশে এনআরসি করা হবে বলে জানান তিনি।