Today Trending Newsদেশনিউজ

২ মাসের মধ্যে শেষ করতে হবে ধর্ষণের তদন্ত, রাজ্যকে চিঠি কেন্দ্রীয় আইনমন্ত্রীর

Advertisement

বিচারব্যবস্থার দীর্ঘসূত্রিতার কারণে হায়দ্রাবাদের মতো এনকাউন্টারেই ধর্ষণের বিচার চাইছে গোটা দেশ। এই অবস্থায় আইন শাসন যাতে ভেঙে না পড়ে সেজন্য ধর্ষণের তদন্ত দ্রুত শেষ করার আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। শনিবার সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘ধর্ষণের তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার জন্য উদ্যোগ নিক রাজ্যগুলো।’

ধর্ষণের তদন্ত ফাস্টট্র্যাক আদালতে দ্রুত শেষ করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। এই নিয়ে বলতে গিয়ে তিনি জানান, ‘দ্রুত তদন্ত শেষ করে ধর্ষণের বিচার প্রক্রিয়ায় গতি আনতে রাজ্যগুলোর সাথে কথা বলবো।’ ফাস্টট্র্যাক আদালতের মাধ্যমে ২ মাসের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করার আর্জি জানিয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের প্রধান বিচারপতিদের চিঠি লিখবেন বলেও জানিয়েছেন তিনি।

প্রয়োজনে ফাস্টট্র্যাক আদালতের সংখ্যা বাড়ানোর কথাও বলেন তিনি। ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্র সরকার ১০২৩ টি ফাস্টট্র্যাক আদালত নির্মাণের প্রস্তাব দিয়েছে। তার ৪০০ টি গড়ে তোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Related Articles

Back to top button