পলিটিক্স

‘মানুষের আবেগ নিয়ে খেলার চেষ্টা করছে বাম ও কংগ্রেস’, সরস্বতী পুজোয় বনধ রাজনীতি প্রসঙ্গে আক্রমণ মমতার

Advertisement

অরূপ মাহাত: ২৯ জানুয়ারি, ২০২০ সরস্বতী পুজোয় বাম ও কংগ্রেসের ডাকা বনধ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের জলঙ্গিতে এক গোষ্ঠী সংঘর্ষে ১ নিহত হন এবং ৩ জন গুলিবিদ্ধ হন। শুক্রবার বিধানসভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআইএম বিধায়ক সুজন চক্রবর্তী ও কংগ্রেসের বিধানসভার মুখ্য সচেতক মনোজ চক্রবর্তীকে কড়া ভাষায় আক্রমণ করেন। বলেন, ‘আজ যারা পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতা করছেন, সরস্বতী পুজোয় মুর্শিদাবাদের জলঙ্গিতে তারা কেন বনধ ডেকেছিলেন।’ এরপরই তিনি প্রশ্ন ছুঁড়ে দেন। বলেন, ‘এটা কি উৎসবের দিনে মানুষের আবেগ নিয়ে খেলা করা নয়?’

বাম বিধায়ক সুজন চক্রবর্তীকে বলতে শোনা যায়, ‘বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমি শুনছি বামেদের ভোট সব বিজেপিতে চলে গিয়েছে। ভবানীপুর (মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র) ও অন্যান্য আসনে বাম কেন, শাসকদলের ভোটও বিজেপি পেয়েছে। যার ফলে বিধানসভার থেকে লোকসভা ভোট কমেছে ওদের।’ সুজনের পর্যবেক্ষণে ক্ষিপ্ত হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। সুজনকে লক্ষ্য করে বলেন, ‘আপনি যাদবপুর (সুজন চক্রবর্তীর নির্বাচনী ক্ষেত্র) নিয়ে ভাবুন। ভবানীপুর নিয়ে মাথা খারাপ করার দরকার নেই। আপনারা সরস্বতীর পুজোর দিন মুর্শিদাবাদের জলঙ্গিতে কেন বনধ ডেকেছিলেন? কোন উত্তর রয়েছে আপনাদের কাছে?’

Related Articles

Back to top button