কলকাতানিউজ

রাজ্যের ৯৩ টি পুরসভায় সংরক্ষণের তালিকা প্রকাশ

Advertisement

রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের ৯৩ টি পুরসভায় সংরক্ষণের তালিকা প্রকাশ করল, শুক্রবার বেলা ১১টায় প্রকাশ হয় ওয়ার্ড বিশেষে সংরক্ষনের সংখ্যা। কলকাতা পৌরসভা ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ৮ টি ওয়ার্ড তফসিলি জাতি ও তফসিলি জাতি মহিলা সংরক্ষনের মধ্যে পড়েছে। মহিলাদের জন্য সংরক্ষিত ওয়ার্ড গুলি হল- ৩৩,৭৮,১২৭, তপশিলি জাতির জন্য সংরক্ষিত ওয়ার্ড গুলি হল- ৫৮,১০৭,১১০,১৪১,১৪২ ৪৫ টি ওয়ার্ড সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে।

এই ৪৫ টি ওয়ার্ড হল- ৩,৬,৯,১২,১৫,১৮,২২,২৪,২৭,৩০,৩৪,৩৭,৪০,৪৩,৪৬,৪৯,৫২,৫৫,৫৯,৬২,৬৫,৬৮,৭১,৭৪,৭৭,৮১,৮৪,৮৭,৯০,৯৩,৯৬,৯৯,১০২,১০৫,১০৯,১১৩,১১৬,১১৯,১২২,১২৫,১২৯,১৩২,১৩৫,১৩৮,১৪৩ ইত্যাদি।

আরও পড়ুন : কেরালার পর আরও একটি রাজ্যে বাতিল নাগরিকত্ব সংশোধনী বিল

সমস্ত দল এপ্রিলের মাঝামাঝি ভোটের সময় ধরে এগোচ্ছে। পুরসভায় বিজেপি কাকে মুখ করে লড়বে তা এখনও নিশ্চিত নয়। দক্ষিণ কলকাতার সাংগঠনিক দেওয়া হয়েছে সব্যসাচী দত্তকে। ক্ষমতা দখলের ব্লুপ্রিন্ট তৈরি করছে বিজেপি। তৃণমূলের মেয়র ইতিমধ্যেই বলেছেন – জনসংযোগ যে নিবিড় হবে এমনটাই লক্ষ্য, মানুষের কাছে এবং পাশে থাকাই লক্ষ্য।

৯০ নম্বর ওয়ার্ড থেকে বৈশ্বানর চট্টোপাধ্যায় প্রার্থী হতে পারবেন না। ৯৩ ও ৯৬ নম্বর ওয়ার্ড থেকে মজুমদার প্রার্থী হতে পারবেন না। ৫৮ নম্বর ওয়ার্ডেও সংরক্ষিত হবার কারণে সেখানে দাঁড়াতে পারবেন না স্বপন সমাদ্দার। সংরক্ষণের কারণে চার মেয়র পরিষদের অনেকেই প্রার্থী হতে পারছেন না।

Related Articles

Back to top button