নিউজরাজ্য

চলছে লকডাউন, এবার বাড়ি বাড়ি মাছ পৌঁছে দেবে মৎস্য দপ্তর, জেনে নিন কিভাবে

Advertisement

করোনা সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও মুখ্যমন্ত্রী বারবার বারণ করছেন খুব প্রয়োজন না থাকলে কেউ যেন বাড়িতে থেকে না বেরোয়। যার ফলে অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। যদিও কিছু দোকান খোলা তবে সেখানে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ আসছে।

এই পরিস্থিতিতে অভিনব ব্যবস্থা করলো রাজ্য মৎস্য দপ্তর। এবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে মাছ। গুগল প্লে স্টোর থেকে SFDC অ্যাপটি ডাউনলোড করে পছন্দসই মাছের অর্ডার করলেই সংশ্লিষ্ট ঠিকানায় মাছ কেটে, ধুয়ে পৌঁছে দেওয়া হবে। এমনটাই জানিয়েছে মৎস্য দফতর। তবে এর জন্য অতিরিক্ত ২৫ টাকা দিতে হবে।

শুধু তাই নয় কলকাতায় মাছ বিক্রির জন্য চারটি মোবাইল ভ্যানও ঘুরবে বলে জানা গেছে। এছাড়া দীঘা, বর্ধমান, বোলপুর, দুর্গাপুর মিলিয়ে মোট ২৫টি মাছ বিক্রির গাড়ির ব্যবস্থা করেছে রাজ্য মৎস্য দফতর।

এই বিষয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, “লকডাউনে কিছু বাজারে মাছের জোগানে সমস্যার খবর পাওয়া যাচ্ছিলো। এছাড়াও ব্যবসায়ীরা নায্য দামের বেশি নিচ্ছিলেন। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষ নায্য মূল্যে বাড়িতে বসেই মাছ কিনতে পারবেন।”

Related Articles

Back to top button