বলিউড

লকডাউনে বাজার গরমাগরম, গুগল সার্চে সকলকে ছাপিয়ে ১ নম্বরে এখন এই বিখ্যাত গায়িকা

Advertisement

কৌশিক পোল্ল্যে: বলিপাড়ার সকল নামিদামি সেলেবদের পিছনে ফেলে গুগল সার্চে শীর্ষস্থানে উঠে এলেন বেবিডল খ্যাত গায়িকা কনিকা কাপুর। সম্প্রতি প্রকাশিত তালিকায় উঠে এল এই চাঞ্চল্যকর চিত্র। বলিপাড়ার নায়িকাদের বদলে এত বড়সড় ঘোলবদল হল হঠাৎ করেই, যা রীতিমতো অবাক করা কান্ড।

সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে গোটা বিশ্বে গুগল সার্চে শীর্ষস্থানে করোনা ভাইরাস। এই সম্পর্কিত তথ্য বা বিভিন্ন খবর জানতেই আগ্রহী ইউজাররা। মৃত্যুসংখ্যা কত বাড়ল? নতুন আক্রান্ত কতজন? ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের কাজ কদ্দুর? এই সমস্ত সার্চের সংখ্যা নেহাতই কম নয় ভারতবর্ষে, বরং বলা চলে করোনা এবং লকডাউন এই দুটি বিষয়ই নেটপাড়ার ট্রেন্ডিং টপিক হয়ে উঠেছে।

প্রতিমাসেই ভারতে গুগল সার্চের ১ নম্বর স্থানটি গচ্ছিত থাকে অভিনেত্রী দীপিকা কিংবা প্রিয়াঙ্কার জন্য। এবার বলি অভিনেত্রীদের সরিয়ে একেবারে মগডালে চড়ে বসলেন এই গায়িকা। তবে কিছু কারন তো নিশ্চই রয়েছে। এই গায়িকা নিজেই হয়েছিলেন করোনা আক্রান্ত শুধু তাই নয়, বলিপাড়ার প্রথম করোনা আক্রান্ত হিসেবে রীতিমতো হইচই ফেলে দেন তিনি। নিজের রোগাক্রান্ত হওয়ার ঘটনা গোপন করা থেকে শুরু করে চিকিৎসকদের সঙ্গে খারাপ ব্যবহার করা, হাসপাতালের খাবার খেতে অস্বীকার করা, বারংবার করোনা রিপোর্ট পজিটিভ আসা এই সমস্ত বিতর্কই তাকে সার্চ বটনের প্রথম স্থানে নিয়ে এসেছে বলে অভিমত বিশেষজ্ঞদের।

বিগত ১৫ই মার্চ লন্ডন থেকে ফিরলে প্রায় জোরাজুরিতেই করোনা টেস্ট করে তার লালারসে ভাইরাসের উপস্থিতির প্রমান নিশ্চিত করেন চিকিৎসকেরা। এরপর দ্বিতীয় টেস্টে একই ফল আসলে তাকে ২০ই মার্চ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের আপ্রান প্রচেষ্টায় তার ষষ্ঠ করোনা রিপোর্টটি নেগেটিভ আসে এবং তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। তাকে সুস্থ করে তুলতে চিকিৎসকেরা কতখানি বিপাকে পড়েছিলেন সেটি তার বিরুদ্ধে ওঠা সেলিব্রিটি সুলভ আচরন থেকেই স্পষ্ট প্রমানিত।

Related Articles

Back to top button