এবার বর্ষার দিনক্ষণ প্রকাশ করল আবহাওয়া দফতর। আগামী শনিবারই আন্দামান নিকোবরে প্রবেশ করতে পারে বর্ষা। আবহাওয়া দফতর জানিয়েছে, এবার উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বর্ষার দিনক্ষণ এগিয়ে যাচ্ছে। তবে পশ্চিম ভারতে পিছিয়ে যাবে বর্ষা। যদিও কেরলে বর্ষা আসার দিনক্ষণ অপরিবর্তিত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে বর্ষা প্রবেশ করে গড়ে ১৫ই জুলাই। এবার তা এগিয়ে হয়েছে ৪ঠা জুলাই।
- কলকাতায় বর্ষা প্রবেশ করে ১০ই জুন, এবার তা হল ১১ই জুন।
- জলপাইগুড়িতে আগে বর্ষা প্রবেশের তারিখ ছিল ৯ই জুন, এবার তা হল ৭ই জুন।
- শিলিগুড়িতে ছিল ৯ই জুন, এবার তা হল ৮ই জুন।
- গুজরাতের সুরেন্দ্রনগরে বর্ষা প্রবেশের দিনক্ষণ ছিল ১৫ই জুন, এবার হল ২৬শে জুন।
- গুজরাতের আহমেদাবাদে ছিল ১৪ই জুন, হল ২১শে জুন।
- রাজস্থানের বিকানিরে আগে বর্ষা প্রবেশ করত ১৩ই জুলাই, এবছর তা হল ৫ই জুলাই।
- রাজস্থানের আজমেরে আগে ছিল ২৩শে জুন, এবছর হল ১লা জুলাই।
- রাজস্থানের জয়পুরে এবছর হল ১লা জুলাই, আগে, ছিল ২৩শে জুন।
- রাজধানী দিল্লিতে বর্ষা আসত ২৩শে জুন, এবছর তা পিছিয়ে হল ২৭ জুন।
- শিলং-এ আগে বর্ষা প্রবেশ করত ১লা জুন, এবছর তা হয়েছে ৫ই জুন।
- রাজস্থানের জয়সলমিরে আগে ছিল ১৫ই জুলাই, এবার তা হল ৮ই জুলাই।
- পাঞ্জাবের জলন্ধরে এবছর বর্ষা প্রবেশ করবে ২৮শে জুন, আগে ছিল ১৩ই জুলাই।
- উত্তরপ্রদেশের বারাণসীতে আগে দিনক্ষণ ছিল ১৫ই জুন, এবছর হল ২০শে জুন।