দেশনিউজ

বর্ষার দিনক্ষণ প্রকাশ করল আবহাওয়া দফতর, কবে প্রবেশ করছে কলকাতায়?

Advertisement

এবার বর্ষার দিনক্ষণ প্রকাশ করল আবহাওয়া দফতর। আগামী শনিবারই আন্দামান নিকোবরে প্রবেশ করতে পারে বর্ষা। আবহাওয়া দফতর জানিয়েছে, এবার উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বর্ষার দিনক্ষণ এগিয়ে যাচ্ছে। তবে পশ্চিম ভারতে পিছিয়ে যাবে বর্ষা। যদিও কেরলে বর্ষা আসার দিনক্ষণ অপরিবর্তিত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে বর্ষা প্রবেশ করে গড়ে ১৫ই জুলাই। এবার তা এগিয়ে হয়েছে ৪ঠা জুলাই।

  • কলকাতায় বর্ষা প্রবেশ করে ১০ই জুন, এবার তা হল ১১ই জুন।
  • জলপাইগুড়িতে আগে বর্ষা প্রবেশের তারিখ ছিল ৯ই জুন, এবার তা হল ৭ই জুন।
  • শিলিগুড়িতে ছিল ৯ই জুন, এবার তা হল ৮ই জুন।
  • গুজরাতের সুরেন্দ্রনগরে বর্ষা প্রবেশের দিনক্ষণ ছিল ১৫ই জুন, এবার হল ২৬শে জুন।
  • গুজরাতের আহমেদাবাদে ছিল ১৪ই জুন, হল ২১শে জুন।
  • রাজস্থানের বিকানিরে আগে বর্ষা প্রবেশ করত ১৩ই জুলাই, এবছর তা হল ৫ই জুলাই।
  • রাজস্থানের আজমেরে আগে ছিল ২৩শে জুন, এবছর হল ১লা জুলাই।
  • রাজস্থানের জয়পুরে এবছর হল ১লা জুলাই, আগে, ছিল ২৩শে জুন।
  • রাজধানী দিল্লিতে বর্ষা আসত ২৩শে জুন, এবছর তা পিছিয়ে হল ২৭ জুন।
  • শিলং-এ আগে বর্ষা প্রবেশ করত ১লা জুন, এবছর তা হয়েছে ৫ই জুন।
  • রাজস্থানের জয়সলমিরে আগে ছিল ১৫ই জুলাই, এবার তা হল ৮ই জুলাই।
  • পাঞ্জাবের জলন্ধরে এবছর বর্ষা প্রবেশ করবে ২৮শে জুন, আগে ছিল ১৩ই জুলাই।
  • উত্তরপ্রদেশের বারাণসীতে আগে দিনক্ষণ ছিল ১৫ই জুন, এবছর হল ২০শে জুন।

Related Articles

Back to top button