অরূপ মাহাত: দেশের অর্থনীতির হাল যে খুব ভালো নয়, কেন্দ্রের শাসকদলের নেতা-মন্ত্রী থেকে সাধারণ কর্মী কেউই সরাসরি স্বীকার করবে না তা। তবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্ত স্পষ্ট ভাবে বুঝিয়ে দিচ্ছে দেশের অর্থনীতির হাল কোন পরিস্থিতিতে রয়েছে।
ইতিমধ্যে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানিয়েছেন, ভারত পেট্রোলিয়াম (বিপিসিএল), কনটেনার কর্পোরেশন (কনকর), শিপিং কর্পোরেশন, নিপকো ও টিহরি জল বিদ্যুৎ উন্নয়ন নিগম (টিএইচডিসিএল), এই পাঁচটি সংস্থা বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে।
মন্ত্রীসভার বৈঠক শেষে সীতারামণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই সমস্ত রাষ্ট্রায়ত্ব সংস্থায় থাকা কেন্দ্রীয় সরকারের শেয়ার বেচে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই সমস্ত সংস্থার ওপর থাকা সরকারি নিয়ন্ত্রণ সম্পূর্ণ রূপে ছেড়ে দেওয়া হবে।
এমনকি ৭৫ টি জাতীয় সড়ক প্রকল্পও বেসরকারি হাতে ছেড়ে দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। এই নিয়ে বিরোধীদের আক্রমণের জবাবে অর্থমন্ত্রক থেকে জানানো হয়েছে, এই বিলগ্নিকরণের মাধ্যমে দেশের অর্থনীতি একটা লাভজনক জায়গায় এসে পৌঁছবে। তবু প্রশ্ন থামছে না। ভারত পেট্রোলিয়ামের মতো লাভজনক সংস্থা বেচে দিয়ে সরকারের অর্থনীতি চাঙ্গা করার সিদ্ধান্তে প্রবল আপত্তি রয়েছে অর্থনীতির বিশেষজ্ঞদের।