সম্প্রতি দীর্ঘদিনের পর গত ৯ নভেম্বর সুপ্রীম কোর্টে বেরিয়েছে অযোধ্যা মামলার রায়। রায়ে অযোধ্যার বিতর্কিত ওই জায়গায় আগে রাম মন্দির ছিল একথা প্রমাণিত হয়েছে, আর তার পরিপ্রেক্ষিতেই ওই বিতর্কিত জমিতে রামমন্দির করার নির্দেশ দিয়েছিল সুপ্রীম কোর্ট।
মুসলিমদের অযোধ্যার অন্যত্র পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রীম কোর্টের তরফে। এবার সুপ্রীম কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টেই আবেদন করতে চলেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই আবেদন করতে চলেছে তারা, জানিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইনজীবী জিলানি।
জিলানি জানিয়েছেন, সুপ্রীম কোর্টের দেওয়া রায়ের টেকনিক্যাল বিষয়গুলিতে কিছু বিভ্রান্তি আছে। সেই গুলোকেই হাতিয়ার করে তারা নতুন করে মামলা লড়বে। জিলানির দাবি, ১৯৪৯ সালে যখন মূর্তি বসানো হয়েছিল তখন তা বেআইনি ভাবে বসানো হয়েছিল। তাই বসানো মূর্তিটিই যদি বেআইনি হয় তাহলে সেখানে কি করে মন্দির তৈরির নির্দেশ দেয় শীর্ষ আদালত।
জিলানি আরও বলেন, হিন্দুদের রীতি অনুসারে কোনো মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাকে দেবতা বলা চলেনা। তাই যে মূর্তির কোনো প্রাণই প্রতিষ্ঠাই হয়নি তা কি করে দেবতা হতে পারে। তারা সুপ্রীম কোর্টে হিন্দুদের এই রীতি তুলে ধরবেন বলে জানিয়েছেন জিলানি। সুপ্রীম কোর্টের দেওয়া রায়কে তারা যে চ্যালেঞ্জ করতে প্রস্তুত তা জানিয়েছেন জিলানি।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside