ভারতের বাজারে চলে এলো নতুন ইলেকট্রিক স্কুটার iVOOMi S1, দুর্দান্ত ফিচারের সাথে রয়েছে দারুণ রেঞ্জ

iVOOMi হলো ভারতের এমন একটি কোম্পানি যারা খুব সস্তার মধ্যে ইলেকট্রিক স্কুটার উপলব্ধ করে থাকেন এবং তাও বেশ ভালো রেঞ্জের সাথে। এই মুহূর্তে ভারতে আই ভুমি কোম্পানির S1 ইলেকট্রিক স্কুটার অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই ইলেকট্রিক স্কুটারটি সস্তা দামের মধ্যে ভালো রেঞ্জ দেওয়ার জন্য অত্যন্ত প্রশংসনীয় ভারতীয় মার্কেটে। ভারতের সবথেকে সস্তা ইলেকট্রিক স্কুটার এর জগতে এটি অন্যতম। এখানে আপনারা অত্যন্ত সস্তার মধ্যে পেয়ে যাবেন বেশ কিছু আধুনিক ফিচার।

এই স্কুটারটির সব থেকে বড় ইউএসপি হলো এই স্কুটারটি অত্যন্ত হালকা এবং ইলেকট্রিক স্কুটার হিসেবে এই স্কুটারের বেশ ভালো একটা জনপ্রিয়তা তৈরি হয়ে গিয়েছে ভারতের মার্কেটে। আজ আমরা এই স্কুটারের ব্যাপারে আরো বেশ কিছু নতুন নতুন ইনফরমেশন আপনাদের জানিয়ে দিচ্ছি।

আইভুমি কোম্পানির এই ইলেকট্রিক স্কুটারে ২.০ কিলোওয়াট ঘণ্টা ক্ষমতা বিশিষ্ট একটি লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে যার সাথে ২০০০ ওয়াটের পাওয়ার বিশিষ্ট একটি মোটর দেওয়া হয়েছে। মাত্র তিন ঘন্টার মধ্যে সাধারণ চার্জার দিয়ে আপনি এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি প্যাক সম্পূর্ণরূপে চার্জ করে নিতে পারবেন। যদি আপনার চার্জার একটু স্লো কাজ করে তাহলে হয়তো সর্বাধিক চার ঘন্টা মত সময় লাগতে পারে। আই ভুমি কোম্পানির এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি প্যাক একবার যদি চার্জ করে নেওয়া হয় তাহলে ১১৫ কিঃমিঃ পর্যন্ত রেঞ্জ দিতে পারবে এই ইলেকট্রিক স্কুটার।

এই স্কুটারের সর্বাধিক গতি হতে চলেছে ৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এই ইলেকট্রিক স্কুটারের সামনের চাকায় ডিস্ক ব্রেক রয়েছে এবং পিছনের চাকায় রয়েছে একটি ড্রাম ব্রেক। দুই রকম ব্রেকের কম্বিনেশনের সাথে রয়েছে অ্যালয় চাকা এবং টিউবলেস টায়ার। এই ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাবেন পুশ বাটন স্টার্ট, স্মার্ট ফোন চার্জিং এর জন্য ইউএসবি পোর্ট, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার , ফাইন্ড মাই স্কুটার টেকনোলজি, পার্কিং টেকনোলজি, পার্কিং অ্যাসিস্ট, ৩০ লিটারের স্টোরেজ স্পেস, এলইডি হেড লাইট এবং এলইডি টেল লাইট, এলইডি টার্ন সিগনাল ল্যাম্প আরো অনেক অত্যাধুনিক ফিচার। এই সমস্ত ফিচারের সহযোগে এই ইলেকট্রিক স্কুটারের দাম রাখা হয়েছে মাত্র ৮০ হাজার টাকা।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

Russian Robot’s First Performance Goes Wrong — Onstage Fall Sparks Big Reactions

AIdol was guided onto the stage at a lavish technology event, set to the iconic…

November 14, 2025

Who Is Brooklynn White Murdaugh? Buster Murdaugh’s Wife Steps Into Spotlight

Brooklynn White Murdaugh has officially stepped into the spotlight — and fans are buzzing with…

November 14, 2025

Hilary Duff’s 2026 Tour Details Revealed — Presale Times, Ticket Prices & How to Buy

Hilary Duff is officially hitting the road again — and fans are buzzing with jaw-dropping…

November 14, 2025

Man Who Grabbed Ariana Grande in Singapore Charged — Shocking Court Details Revealed

Fans were left speechless after Ariana Grande was grabbed by a man on the yellow…

November 14, 2025

Edgar Wright’s The Running Man 2025: Gritty Stephen King Reboot Shocks Fans

Director Edgar Wright unveils a bold reimagining of The Running Man this November, offering a…

November 14, 2025

Millie Bobby Brown’s Corset Dress Goes Viral — The Lingerie Look Everyone’s Obsessed With

Millie Bobby Brown just delivered one of her most jaw-dropping fashion moments yet — and…

November 14, 2025